উনিশেই ভারতের সেরা অভিনেতা ঋদ্ধি

উনিশেই ভারতের সেরা অভিনেতা ঋদ্ধি

কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘‌নগরকীর্তন’চলচ্চিত্রে অভিনয়ের জন্য মাত্র ১৯ বছর বয়সেই ভারতীয় চলচ্চিত্রের সেরা অভিনেতার সম্মান অর্জন করলেন টালিগঞ্জের ঋদ্ধি সেন । শুক্রবার ঘোষণা হল ভারতীয় চলচ্চিত্রের ৬৫ তম জাতীয় পুরস্কার । এবছর ‘‌মম’‌ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন শ্রীদেবী । সদ্যপ্রয়াত এই বলিউড মেগাস্টারকে মরণোত্তর এ পুরস্কার দেওয়া হবে । সেরা বাংলা ছবির জন্য পুরস্কার পেয়েছে অতনু ঘোষ পরিচালিত ‌‘ময়ূরাক্ষী’। ছবিটিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কৌশিক গাঙ্গুলীর ছবি ‘নগরকীর্তন’-এর জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেলেন ঋদ্ধি সেন । সেরা অভিনেতা ছাড়াও ‘নগরকীর্তন’ আরও তিনটি পুরস্কার অর্জন করেছে, স্পেশাল জুরি অ্যাওয়ার্ড, সেরা পোশাক পরিকল্পনা ও সেরা সাজসজ্জার জন্য । সমাজে রূপান্তরকামীদের বর্তমান অবস্থান নিয়ে তৈরি এই ছবি। মাত্র ১৯ বছর বয়সেই অভিনেতা কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেন সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন । এর আগে বাংলা সিনেমায় অভিনয় করে ২০০৬-এ সৌমিত্র চট্টোপাধ্যায় ভারতীয় চলচ্চিত্রের সেরা অভিনেতার পুরস্কার পান । বাংলা চলচ্চিত্রের এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে ঋদ্ধিকে অন্যতম সেরা বলে মনে করা হয়৷ এই স্বীকৃতিতে বোঝা গেল ঋদ্ধি শুধু বাংলার নয়, ভারতীয় চলচ্চিত্রেরও সম্পদ । এখন ঋদ্ধি মুম্বাইয়ে ব্যস্ত রয়েছেন প্রদীপ সরকার পরিচালিত ‘এলা’ সিনেমার শুটিংয়ের কাজে। এই ছবিটিতে তার সহ অভিনেত্রী কাজল ।
সালমানের বিপরীতে ক্যাটরিনা-প্রিয়াঙ্কা পূর্ববর্তী

সালমানের বিপরীতে ক্যাটরিনা-প্রিয়াঙ্কা

কলকাতায় জয়ার বৈশাখ পরবর্তী

কলকাতায় জয়ার বৈশাখ

কমেন্ট