সাংসদ মিজানুর রহমানকে দুদকের জিজ্ঞাসাবাদ

সাংসদ মিজানুর রহমানকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনা-২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মিজানুর রহমানকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ খুলনা-২ আসনের এই সাংসদকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি অফিসের ঠিকাদারি কাজ পরিবারের সদস্যদের দেওয়া, নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাৎ করা এবং মাদকের কারবারে শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়াসহ আরো বিভিন্ন অভিযোগ রয়েছে।
দুই দিনের মধ্যে মামলা প্রত্যাহারের দাবি পূর্ববর্তী

দুই দিনের মধ্যে মামলা প্রত্যাহারের দাবি

দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বাস্থ্যমন্ত্রী পরবর্তী

দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বাস্থ্যমন্ত্রী

কমেন্ট