মোনাকোকে হারিয়ে পিএসজির শিরোপা পুনরুদ্ধার

মোনাকোকে হারিয়ে পিএসজির শিরোপা পুনরুদ্ধার

মোনাকোকে ৭-১ গোলের বিশাল ব্যাবধানে হারিয়ে পিএসজি পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে। যার ফলে লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার হল পিএসজি‘র। পিএসজির বিশাল জয়ে দুটি করে গোল করেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও জিওভানি লো সেলসো। একটি করে গোল পেয়েছেন এডিনসন কাভানি ও জুলিয়ান ড্রাক্সলার। অন্য গোলটি মোনাকোর অধিনায়ক রাদামেল ফ্যালকাওয়ের আত্মঘাতী। জিতলেই শিরোপা নিশ্চিত- এমন সমীকরণে গত রাতে মোনাকোর বিপক্ষে খেলতে নেমেছিল পিএসজি। ঘরের মাঠে ম্যাচের প্রথম আধা ঘণ্টাতেই চার গোলে এগিয়ে যায় এমেরির দল। ১৪ মিনিটে দলকে এগিয়ে দেন সেলসো। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। এর তিন মিনিট পর ব্যবধান বাড়ান ডি মারিয়া। আর ২৭ মিনিটে নিজের জোড়া গোলে স্কোরলাইন ৪-০ করেন সেলসো। ৩৮ মিনিটে একটি গোল শোধ করেছিলেন মোনাকোর রনি লোপেস। কিন্তু দ্বিতীয়ার্ধে আরো তিন গোল হজম করে গত মৌসুমে ১৭ বছর পর লিগ শিরোপা জেতা মোনাকো। ৫৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। ৭৬ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন কলম্বিয়ান ফরোয়ার্ড ফ্যালকাও। আর ৮৬ মিনিটে জার্মান উইঙ্গার ড্রাক্সলারের গোলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। গত মাসে ফরাসি লিগ কাপের ফাইনালে এই মোনাকোকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল পিএসজি। এবার একই প্রতিপক্ষকে গোল-বন্যায় ভাসিয়ে লিগ শিরোপাও নিশ্চিত করে ফেলল কাতার মালিকানার ক্লাবটি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে ১৭ পয়েন্ট এগিয়ে আছে পিএসজি। ৩৩ ম্যাচে পিএসজির ৮৭ পয়েন্ট, মোনাকোর ৭০ পয়েন্ট।
কমনওয়েলথ গেমসের মঞ্চ মাতালেন ডিজে বোল্ট! পূর্ববর্তী

কমনওয়েলথ গেমসের মঞ্চ মাতালেন ডিজে বোল্ট!

১০০ জয়ের মাইলফলকে জিদান পরবর্তী

১০০ জয়ের মাইলফলকে জিদান

কমেন্ট