'বাংলার মাটিতে আর বিনা ভোটে সরকার গঠন হবে না'

'বাংলার মাটিতে আর বিনা ভোটে সরকার গঠন হবে না'

জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, বাংলার মাটিতে আর কউকে বিনা ভোটে সরকার গঠন করতে দেওয়া হবে না। জাতীয় পার্টি এবার কেন্দ্রে কেন্দ্রে দূর্গ গড়ে তুলবে। আজ সোমবার দুপুরে নীলফামারীর ডাক বাংলা মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যেকালে তিনি একথা বলেন। এরশাদ বলেন, বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থার জায়গাটা আজ প্রশ্নবিদ্ধ। কিন্তু জাতীয় পার্টি এখন দেশের জনগনের কাছে একটি আস্থার সংগঠন। এ সংগঠনের প্রতি সকলেই আস্থা রাখতে পারে। তাই তো দেশের সচেতন মানুষ ও রাজনীতিবিদদের জন্য এ দলের রাস্তা সার্বক্ষণিক খোলা। জাতীয় পার্টি আজ একটি সুসংগঠিত দলে পরিণত হয়েছে। দেশের সাধারণ মানুষ এ দলের প্রতি আজ আস্থা পাচ্ছে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে যদি জনগণ ভোট দিতে পারে তবে আওয়ামী লীগের আর কোনো পাত্তাই থাকবে না। জনসভায় এরশাদ ছাড়াও আরো বক্তব্য রাখেন, দলের কো-চেয়ারম্যান জিএম কাদের মশিউর রহমান রাঙা ও রংপুর সিটি মেয়র।
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি পূর্ববর্তী

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি

বিএনপির নেত্রী খালেদা ভালো আছেন : নাসিম পরবর্তী

বিএনপির নেত্রী খালেদা ভালো আছেন : নাসিম

কমেন্ট