লন্ডনে আরিফ খান জয়ের ওপর হামলা : নেত্রকোনায় বিক্ষোভ

লন্ডনে আরিফ খান জয়ের ওপর হামলা : নেত্রকোনায় বিক্ষোভ

যুক্তরাজ্যে সফররত যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপমন্ত্রীর নিজ এলাকা নেত্রকোনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত বুধবার যুক্তরাজ্যের লন্ডনে সফররত নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর হামলা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, যুগ্ম সম্পাদক নূর খান মিঠু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম খান পাঠান বিমলের নেতৃত্বে মিছিলটি নেত্রকোনা ছোটবাজারে জেলা আওয়ামী লীগদলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনেই এসে শেষ করে। মিছিল শেষে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কুশপুতুল দাহ করেন এবং অবিলম্বে বিএনপি ও তার অঙ্গসংগঠনের হামলাকারী নেতাকর্মীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান তাঁরা। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান রতন, যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জি এম খান পাঠান বিমল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সারোয়ার জাহা সুজন, জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি।
একই স্থানে সমাবেশ ডাকায় গাজীপুরে ১৪৪ ধারা জারি পূর্ববর্তী

একই স্থানে সমাবেশ ডাকায় গাজীপুরে ১৪৪ ধারা জারি

এবার বিশ্ববিদ্যালয় থেকে এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার পরবর্তী

এবার বিশ্ববিদ্যালয় থেকে এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কমেন্ট