একই স্থানে সমাবেশ ডাকায় গাজীপুরে ১৪৪ ধারা জারি

একই স্থানে সমাবেশ ডাকায় গাজীপুরে ১৪৪ ধারা জারি

গাজীপুরের কৃষক লীগ ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাপাসিয়ার করিহাতা উচ্চ বিদ্যালয় এলাকায় ওই সমাবেশ আহ্বান করা হয়েছিল। যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সমাবেশ নিষিদ্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। আজ দুপুরে কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের উদ্যোগে প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে কৃষকলীগ সমাবেশের আয়োজন করে। গত কয়েকদিন যাবত কৃষকলীগ তাদের এ সমাবেশ সফল করতে এলাকায় এলাকায় মাইকিং করা হয়। সমাবেশে প্রধান অতিথি থাকার কথা ছিল কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও প্রধান আলোচক ঠিক করা হয় আলম আহমদকে। কিন্তু হঠাৎ কৃষকলীগের ওই সমাবেশস্থলে ছাত্রলীগ সমাবেশ ডাকে। আর এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
নীল দলের বড় জয় পূর্ববর্তী

নীল দলের বড় জয়

লন্ডনে আরিফ খান জয়ের ওপর হামলা : নেত্রকোনায় বিক্ষোভ পরবর্তী

লন্ডনে আরিফ খান জয়ের ওপর হামলা : নেত্রকোনায় বিক্ষোভ

কমেন্ট