'নেইমার কিভাবে এমন আচরণ করতে পারল?'

'নেইমার কিভাবে এমন আচরণ করতে পারল?'

ফুটবল বিশ্বে রেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। কিন্তু এরপর থেকেই বার বার সমালোচনার মুখে পড়েছেন তিনি। আর সেই ধারাবাহিকতায় আবারও সমালোচনার তীর নেইমারের দিকে। ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড ক্রিস্টোফেন ডুগারি কড়া ভাষায় জানালেন, নেইমার পিএসজির সঙ্গে অত্যাচারীর মতো আচরণ করেছে। মোনাকোকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে পিএসজি। ক্লাবটি ঘরে তুলেছে সপ্তম লিগ ওয়ানের শিরেপা। পাঁচ ম্যাচ হাতে রেখে মোনাকোকে ৭-১ গোলের ব্যবধানে হারিয়েছে ডি মারিয়া-কাভানিরা। তবে ইনজুরির কারণে নেইমার এই ম্যাচে খেলতে পারেননি। আর ডুগারির অভিযোগ, তাই বলে কি দলের সঙ্গেও থাকলে পারতেন না নেইমার? ৪৬ বছর বয়সী ডুগারি বলেন, 'নেইমার কিভাবে তার সতীর্থদের সঙ্গে দেখা না করে পারল? পিএসজি তাকে নেতার আসন দিয়েছে। অথচ সে এটা উদযাপন করতেও আসলো না?' তিনি আরও বলেন, 'পিএসজি কিভাবে এটা মেনে নিল। এটা কিভাবে সম্ভব? তার সতীর্থরা নেইমারকে আলাদা চোখে দেখে। অথচ সে এমন আচরণ কিভাবে করতে পারল? সে পিএসজি'র মুখে থুথু ছিটিয়ে দিয়েছে!' ফ্রান্সের হয়ে ৫৫ ম্যাচ খেলা এই তারকা মনে করেন, নেইমার যদি অন্য ক্লাবে থাকতেন তবে এমনটা করতেন না। ডুগারি বলেন, 'সে যদি বার্সেলোনায় থাকত তবে ইনজুরি নিয়েই দলের সঙ্গে যোগ দিতে তার কোন সমস্যা হতো না। আমি যদি পিএসজি'তে থাকতাম তবে তার উপর প্রচন্ড রেগে যেতাম।'
ইপিএলে চেলসির জয় পূর্ববর্তী

ইপিএলে চেলসির জয়

থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ যুব হকি দল পরবর্তী

থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ যুব হকি দল

কমেন্ট