রোনালদো-সুয়ারেজের রেকর্ড ভাঙ্গার হাতছানি সালাহর

রোনালদো-সুয়ারেজের রেকর্ড ভাঙ্গার হাতছানি সালাহর

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩১ গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইংলিশ লিগে ৩৮ ম্যাচের মৌসুমে যা সর্বোচ্চ গোলের রেকর্ড। ২০১৩-১৪ মৌসুমে লিভারপুলের হয়ে ৩১ গোলের জন্য গোল্ডেন বুটের পুরস্কার পেয়েছিলেন লুইস সুয়ারেজ। এবার ৩১ গোল করে রোনালদো ও লুইস সুয়ারেজদের সেই রেকর্ডে ভাগ বসানোর অপেক্ষায় রয়েছেন মোহাম্মদ সালাহ। ওয়েস্টব্রুমের বিপক্ষে আগামীকালের ম্যাচে একটি গোল করলেই রোনালদো-সুয়ারেজদের রেকর্ড ছুঁবেন তিনি। দারুণ ফর্মে থাকা লিভারপুল এ তারকা এখন পর্যন্ত লিগে মোট ৩০ গোল করেছেন। গোল সংখ্যায় এগিয়ে থাকায় টটেনহামের হেরি কেনের সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মিশরীয় এ ফরোয়ার্ড। ২০ দলের অংশগ্রহনে ইংলিশ লিগে ৩৮ ম্যাচে মৌসুম শুরু হয় ১৯৯৫-৯৬ মৌসুম থেকে। এরপর কোনো ফুটবলারই এক মৌসুমে ৩১ এর বেশি গোল করতে পারেনি। ১৯৯৫-৯৬ মৌসুমে প্রথম সর্বোচ্চ ৩১ গোল করেছিলেন অ্যালান শিয়ারার। এরপর তার কাতারে যোগ দেন রোনালদো ও সুয়ারেজ। তবে এবার সেই রেকর্ড নিজের করে নেওয়ার হাতছানি সালাহর সামনে। ইংলিশ লিগ টেবিলে ৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল। দারুণ ফর্মে থাকা সালাহ বাকি ৪ ম্যাচে একের অধিক গোল করতে পারলেই ইংলিশ লিগে নতুন ইতিহাস গড়বেন।
বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বিরাট পূর্ববর্তী

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বিরাট

ইপিএলে চেলসির জয় পরবর্তী

ইপিএলে চেলসির জয়

কমেন্ট