পরিচালক, প্রযোজক ও নায়িকা একই পরিবারের

পরিচালক, প্রযোজক ও নায়িকা একই পরিবারের

বাংলা চলচ্চিত্র ‘প্রেমের কেন ফাঁসি’ মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। ছবিটি পরিচালনা করেছেন আবু সুফিয়ান। প্রযোজনা করেছেন পরিচালকের স্ত্রী ঝর্ণা সুফিয়ান। ছবির নায়িকা হলেন তাদেরই মেয়ে সৃষ্টি সুফিয়ান। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেছেন পরিচালক। নায়িকা হিসেবে অভিনয়ের পাশাপাশি ছবির তিনটি গানের সুর করেছেন সৃষ্টি। পরিবারের সদস্যদের নিয়ে নির্মিত এ ছবিকে অনেকেই বলছেন পারিবারিক ছবি। এ বিষয়ে পরিচালক বলেন, পরিবারের অনেকে কাজ করলেই তা পরিবারের ছবি হয় না। আমি চিত্রনাট্য পরিচালনা, গীতরচনা ও সংলাপ লিখতে পারি। আমার মেয়ে অভিনয় জানে, গান গাইতে জানে। তিনি বলেন, আমি তো আর সব দিক খেয়াল রাখতে পারি না, সে জন্য আমার স্ত্রী হিসাব-নিকাশ দেখেছেন। আর এ ছবি দর্শক দেখবে, দেখার অনেক কারণ আছে, দর্শক তো এক ধরনের ছবি দেখে ক্লান্ত, সব ছবির একই গল্প বরং আমার এ ছবিতে দর্শক ভিন্ন ধরনের একটি আমেজ পাবে। অনেক বছর ধরেই আমাদের দেশে কোনো ফোক ছবি নির্মাণ হয়নি। কিন্তু যারা হলে গিয়ে ছবি দেখেন, তারা ফোক ছবির দর্শক। সেই হিসেবে বলতে পারি, প্রচণ্ড খরার মধ্যে দর্শকদের কাছে এক পশলা বৃষ্টির মতো মনে হবে এ ছবি। পরিচালক জানান, ১৮টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে। এর বেশি সিনেমা হল আসলে পাওয়া যায়নি। আগামী সপ্তাহে ছবিটি আরো বেশি হলে দিতে পারব। ছবিতে সাইফ খান ও রাকা বিশ্বাসসহ অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা উজ্জ্বল, ড্যানি সিডাক, সাদেক বাচ্চু, রেবেকা, শিমু আহমেদ, শাহেন শাহ প্রমুখ।
কী হচ্ছে আনুশকার জন্মদিনে? পূর্ববর্তী

কী হচ্ছে আনুশকার জন্মদিনে?

দ্বিতীয় সপ্তাহে ৫৫ হলে 'বিজলি' পরবর্তী

দ্বিতীয় সপ্তাহে ৫৫ হলে 'বিজলি'

কমেন্ট