ওয়াটসনের সেঞ্চুরিতে জিতল চেন্নাই

ওয়াটসনের সেঞ্চুরিতে জিতল চেন্নাই

ব্যাট হাতে দারুণ সেঞ্চুরি তুলে চেন্নাই সুপার কিংসকে জয় এনে দিয়েছেন শেন ওয়াটসন। ডানহাতি এ ব্যাটসম্যান ৫৭ বলে খেলেছেন ১০৬ রানের ঝোড়ো ইনিংস। ৯টি চার ও ৬টি ছক্কায় সাজান নিজের সেঞ্চুরির ইনিংসটি। তার সেঞ্চুরিতে ভর করে রাজস্থানের বিপক্ষে ৫ উইকেটে ২০৪ রান তুলে চেন্নাই। পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল আগে ১৪০ রানে গুটিয়ে যায় রাজস্থান। ৬৪ রানে জয় পায় মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই। ঘরের মাঠে রাজস্থানের আমন্ত্রণে ব্যাটিংয়ে নামে চেন্নাই। শুরুতে আম্বাতি রাইডুকে হারালেও দ্বিতীয় উইকেটে বড় সংগ্রহের ভিত পায় তারা। দুই ম্যাচ পর দলে ফেরা সুরেশ রায়না ও ওয়াটসন ‍জুটি বাঁধেন ৮১­ রানের। রায়না ৪৬ রানে ফিরে গেলেও ওয়াটসন সেঞ্চুরির পথে এগিয়ে যেতে থাকেন। তবে তাকে সঙ্গ দিতে পারেননি ধোনি (৫), বিলিংস (৩)। শেষ দিকে ডোয়াইন ব্রাভো ২৪ রান করেন। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগে ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন অসি ওপেনার। বল হাতে রাজস্থানের হয়ে শ্রেয়াস গোপাল ৩টি এবং বেল লগিন ২টি উইকেট নেন। ২০৫ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে উইকেট হারায় রাজস্থান। রাহানে (১৬), ক্লাসেন (৭), স্যাসন (২) দ্রুত সাজঘরে ফেরেন। টিকতে পারেননি জস বাটলারও (২২)। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪০ রানে শেষ হয় তাদের ইনিংস। সর্বোচ্চ ৪৫ রান করেন বেন স্টোকস। ৩৭ বলে ৩ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। চেন্নাইয়ের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন চাহার, শার্দুল, ব্রাভো ও কর্ন শর্মা। ম্যাচ সেরা নির্বাচিত হন সেঞ্চুরিয়ান ওয়াটসন।
পগবাকে নিয়ে রিয়াল-পিএসজি-জুভেন্টাসের যুদ্ধ! পূর্ববর্তী

পগবাকে নিয়ে রিয়াল-পিএসজি-জুভেন্টাসের যুদ্ধ!

পিএসজিতে বাই আউট ক্লজ নেই নেইমারের পরবর্তী

পিএসজিতে বাই আউট ক্লজ নেই নেইমারের

কমেন্ট