ট্রাম্প, রাশিয়া,উইকিলিসের বিরুদ্ধে মামলা

ট্রাম্প, রাশিয়া,উইকিলিসের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির, রাশিয়া আর ‍উইকিলিকসের বিরুদ্ধে মামলা। শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালতে এ মামলা করে ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্রেটিক পার্টির দাবি, ওই নির্বাচনে জয় পেতে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের প্রচার শিবির রাশিয়ার সহযোগিতা নিয়েছে। বিবিসির খবরে বলা হয়, শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালতে দাখিল করা ডেমোক্রেটিক পার্টির আর্জিতে বলা হয়েছে, ওই নির্বাচনে জয় পেতে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের প্রচার শিবির ‘রাশিয়ার সহযোগিতা সানন্দে’ গ্রহণ করে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন নিউ ইয়র্কের ব্যবসায়ী ট্রাম্প। তার প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের ওই অভিযোগ নিয়ে তদন্ত চলছে যুক্তরাষ্ট্রে। তবে ট্রাম্প এবং রশিয়া- দুই পক্ষই তা অস্বীকার করে আসছে। ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটির চেয়ারম্যান টম পেরেজ এক বিবৃতিতে বলেন, ওই নির্বাচনে তাদের প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচার শিবিরের সার্ভার হ্যাকিংয়ের ঘটনা ছিল একটি ‘নজিরবিহীন প্রতারণা এবং গণতন্ত্রের ওপর আঘাত’। তাদের মামলায় ট্রাম্পের জামাতা জারেড কুশনার, রিপাবলিকান প্রচার শিবিরের স্ট্র্যাটেজিস্ট রজার স্টোন, সাবেক ক্যাম্পেইন চেয়ারম্যান পল ম্যানাফোর্ট ছাড়াও উইকলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে আসামি করা হয়েছে। ২০১৬ সালে ওই নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির প্রচার শিবিরের সার্ভার হ্যাকারের কবলে পড়ার খবর আসে, যা রাশিয়ান হ্যাকারদের কাজ বলে সন্দেহ করছে গোয়েন্দারা। আর ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের সময়ে হ্যাকারদের চুরি করা প্রায় ২০ হাজার অভ্যন্তরীণ মেইল প্রকাশ করে দেয় উইকিলিকস।
ড্রোন ভূপাতিত করল সৌদিবাহিনী পূর্ববর্তী

ড্রোন ভূপাতিত করল সৌদিবাহিনী

পরমাণু অস্ত্র পরীক্ষা ‘স্থগিত’ করল উত্তর কোরিয়া পরবর্তী

পরমাণু অস্ত্র পরীক্ষা ‘স্থগিত’ করল উত্তর কোরিয়া

কমেন্ট