পগবাকে নিয়ে রিয়াল-পিএসজি-জুভেন্টাসের যুদ্ধ!

পগবাকে নিয়ে রিয়াল-পিএসজি-জুভেন্টাসের যুদ্ধ!

পল পগবাকে বিক্রি করার জন্য প্রকাশ্য ঘোষণা দিয়েছেন হোসে মরিনহো। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রি করতে না চাইলেও কোচ মরিনহো নিজের সিদ্ধান্তে অটল। ‘মুখে মুখে তর্ক করা দুষ্ঠু গরু’ পগবাকে তিনি বিক্রি করবেনই। মরিনহোর প্রকাশ্য বিক্রির ঘোষণার পরপরই ফরাসি এই মিডফিল্ডার দলে নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করেছে দিয়েছে ইউরোপের নামীদামী ক্লাবগুলো। রিয়াল মাদ্রিদ, পিএসজি ও জুভেন্টাস-ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এই ‘তিন বাঘ’ তো রীতিমতো প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। গণমাধ্যমের খবর অন্তত সেরকমই। ইউরোপের একাধিক গণমাধ্যমের খবর, রিয়াল, পিএসজি, জুভেন্টাস-তিন জায়ান্টই দলে নিতে চাইছে পগবাকে। শুধু আগ্রহ দেখানো নয়, পিএসজি এবং রিয়ালের পক্ষ থেকে এরই মধ্যে পগবার এজেন্টের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। পিএসজি ও রিয়ালের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর এজেন্ট মিনো রিাইওলা নাকি পগবাকে প্রাথমিক একটা প্রস্তাবও দিয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত সেই প্রস্তাবের অঙ্কটা অবশ্য কমই। রাইওলা নাকি পিএসজি ও রিয়ালের হয়ে মাত্র ৬৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছেন পগবাকে! এই টাকায় যে পগবাকে বিক্রি করবে না ম্যানচেস্টার ইউনাইটেড, সেটা পিএসজি-রিয়াল দুই দলই ভালো করে জানে। কারণ, ঘোষণার সময় মরিনহো এটাও জানিয়ে রেখেছেন, পগবাকে নিতে হলে ন্যায্য মূল্যেই নিতে হবে। বিক্রি করবে বলেই ইউনাইটেড বিশ্বসেরা এই মিডফিল্ডারকে পানির ধরে বিলিয়ে দেবে না। তারপরও রিয়াল-পিএসজি প্রস্তাবটা দিয়েছে, আলোচনাটা এগিয়ে নেওয়ার জন্য। গত মৌসুমে দলবদলের ইতিহাস উলটপালট করে দিয়ে বিশাল অঙ্কের টাকায় নেইমার, কিলিয়ান এমবাপেদের কিনেও পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন পূরণ হয়নি। রিয়ালের কাছে হেরে শেষ ষোল থেকেই ছিটকে পড়ার পর ফরাসি ক্লাবটি পরিকল্পনা এঁটেছে দলে নতুন বিপ্লব ঘটানোর। মানে দলের দুর্বল খেলোয়াড়দের বিক্রি করে দিয়ে পিএসজি পরিকল্পনা করেছে আরও আরও তারকা খেলোয়াড় কেনার। মরিনহো পগবার দুয়ার উন্মুক্ত করে দেওয়ায় পিএসজি তাই হুমড়ি খেয়ে পড়েছে। ফরাসি ক্লাবটি জানেন, চাইলেও পগবার চেয়ে ভালো কাউকে পাওয়া যাবে না। ওদিকে পগবার প্রতি রিয়াল মাদ্রিদের নজর অনেক আগে থেকেই। মরিনহো কোচ থাকার সময়ও একবার ফরাসি এই মিডফিল্ডারকে কিনতে চেয়েছিল রিয়াল। এরপর জিদান কোচ হয়ে আসার পরও চেষ্টা করেছে। স্বদেশি মিডফিল্ডারকে জিদানেরও খুব পছন্দ। পছন্দের সেই খেলোয়াড়টিকে কেনার সুযোগ যখন এসেছে, রিয়াল তা হেলায় হারাতে চায় না। ওদিকে জুভেন্টাসও তাদের সাবেক খেলোয়াড়কে ফিরিয়ে নিতে চাইছে। ২০১৬ সালে এই জুভেন্টাস থেকেই তৎকালীন রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনে এনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। পগবার মতো একজন মিডফিল্ডারকে বিক্রি করা কত বড় ভুল সিদ্ধান্ত ছিল, সেটা গত দুই বছরে হাড়ে হাড়ে টের পেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। সেই ভুল সংশোধনের সুযোগ যখন এসেছে, জুভেন্টাস যেকোনো মূল্যে তা কাজে লাগাতে চায় বলেই গণমাধ্যমের খবর। ওদিকে মুখ ‘হা’ করার পরই পিএসজি, রিয়াল, জুভেন্টাসের মতো বড় বড় ক্লাবগুলোর অতি-আগ্রহ দেখে ম্যানচেস্টার ইউনাইটেডও নড়েচড়ে বসেছে। সুযোগ বুঝে নাকি হাঁকিয়ে বসেছে চড়া দাম! ইংলিশ ক্লাবটি ২৫ বছর বয়সী পগবার উপর নাকি এরই মধ্যে ঝুলিয়ে দিয়েছে ১৬০ মিলিয়ন ইউরোর প্রাইসট্যাগ! দুই বছর আগে যাকে ১০৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছে, তার জন্য ১৬০ মিলিয়ন ইউরো তো ইউনাইটেড চাবেই। এখন দেখার বিষয় হলো, ইউনাইটেড নতুন করে এই প্রাইসট্যাগ ঝুলিয়ে দেওয়ার পরও পগবার প্রতি পিএসজি, রিয়াল, জুভেন্টাসের আগ্রহ থাকে কিনা।
নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার মুনাফা ৯৪০ মিলিয়ন রূপি পূর্ববর্তী

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার মুনাফা ৯৪০ মিলিয়ন রূপি

ওয়াটসনের সেঞ্চুরিতে জিতল চেন্নাই পরবর্তী

ওয়াটসনের সেঞ্চুরিতে জিতল চেন্নাই

কমেন্ট