রাজধানীতে মাংসের বাজার বেশ চড়া

রাজধানীতে মাংসের বাজার বেশ চড়া

রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মাংসের দাম, নজরদারি না থাকায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম হাঁকছেন - অভিযোগ ক্রেতাদের। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমজমাট রাজধানীর মালিবাগ কাঁচাবাজার। এখানে বেগুন বিক্রি হচ্ছে মানভেদে ৪০ থেকে ৬০ টাকা কেজিতে। তবে সবজির দাম নিয়ে রয়েছে ক্রেতা-বিক্রেতার পাল্টা বক্তব্য। এদিকে, মাছের দাম নিয়েও একই অভিযোগ রয়েছে ক্রেতা-বিক্রেতার। তবে বৈশাখ বরণের উৎসব শেষ হওয়ায় উত্তাপ কমেছে ইলিশের। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে খাসির মাংস। তবে ক্রেতারা বলছেন, সব ধরণের মাংসের দামই বেশি। সুযোগ বুঝে ৪৮০ থেকে ৫২০টাকা পর্যন্ত গরুর মাংসের দাম হাঁকছেন বিক্রেতারা। পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ২৫ থেকে ৩৫ টাকা কেজি। বিক্রেতারা জানান, স্থিতিশীল আছে ডাল, চিনি তেলসহ অন্যান্য নিত্যপণ্য। এছাড়া ফার্মের ডিম বিক্রি হচ্ছে ৮০ টাকা ডজনে, দেশি মুরগীর ডিম ১৬০ এবং হাঁসের ডিম ১২০ টাকা ডজন।
আমদানি বেড়েছে ভারতীয় পেঁয়াজের পূর্ববর্তী

আমদানি বেড়েছে ভারতীয় পেঁয়াজের

'কর্পোরেট কর কমানো সম্ভব হবে না' পরবর্তী

'কর্পোরেট কর কমানো সম্ভব হবে না'

কমেন্ট