ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী উইলিয়াম-মিডলটনের ঘরে

ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী উইলিয়াম-মিডলটনের ঘরে

ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটনের ঘরে এসেছে তৃতীয় সন্তান। সোমবার লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে স্থানীয় সময় বেলা ১১টা ২ মিনিটে ৩ দশমিক ৮ কেজি ওজনের একটি ছেলেশিশুর জন্ম দেন ডাচেস অব কেমব্রিজ মিডলটন। এটি উইলিয়াম-মিডলটনের দ্বিতীয় ছেলে সন্তান ও ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী। তাদের যথাক্রমে প্রিন্স জর্জ (৪) ও প্রিন্সেস শার্লট (২) নামের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তারা হাসপাতালে তাদের নতুন ভাইয়ের সঙ্গে দেখা করেছে। কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে মা ও শিশু উভয়ই সুস্থ আছেন বলে জানানো হয়েছে। সোমবারই তারা হাসপাতাল ছেড়েছেন। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, উইলিয়াম ও মিডলটন তাদের তৃতীয় সন্তান নিয়ে হাসপাতাল ছাড়ছেন। এ সময় তাদেরকে বেশ উৎফুল্ল দেখা যায়। এর আগে ছেলে ও স্ত্রীকে নিয়ে হাসপাতালের সামনে উৎসুক জনতার সামনে হাজির হন উইলিয়াম। এ সময় তিনটি আঙুল ধরে তিনি মজা করে বলেন, ‘আমার উদ্বেগ এখন তিন গুণ হলো।’ জনতার উদ্দেশে তিনি বলেন, ‘এবার আপনাদেরকে আমরা খুব বেশিক্ষণ অপেক্ষমাণ রাখতে চাইনি।’ সন্তান জন্ম দেওয়ার স্বল্প সময়ের মধ্যে জনতার সামনে মিডলটন ও নবজাতকের উপস্থিত হওয়ার ব্যাপারে তিনি এ কথা বলেন। নবজাতকের নাম রাখা হয়েছে কি না, একজন জানতে চাইলে উইলিয়াম বলেন, ‘আমরা শিগগিরই তার নাম খুঁজে বের করব।’
চীনে টেলিভিশন স্টেশনে আগুন লেগে নিহত ১৮ পূর্ববর্তী

চীনে টেলিভিশন স্টেশনে আগুন লেগে নিহত ১৮

কানাডায় পথচারীদের গাড়িচাপা, নিহত ১০ পরবর্তী

কানাডায় পথচারীদের গাড়িচাপা, নিহত ১০

কমেন্ট