কোথায় গিয়ে থামবেন সালাহ?

কোথায় গিয়ে থামবেন সালাহ?

একজন খেলোয়াড় ক্লাব পরিবর্তন করে রাতারাতি যেন জাদুর কাঠি হাতে পেলেন। প্রথম মৌসুমেই নতুন ক্লাবকে একের পর এক জয় উপহার দিয়ে যাচ্ছেন। নিজের ঝুলিতে যোগ করছেন একের পর এক গোল। বুঝতে নিশ্চয়ই বাকি নেই কার কথা বলা হচ্ছে। তিনি মিসরের স্ট্রাইকার মোহামেদ সালাহ। নিজের প্রথম মৌসুমে লিভারপুলে এসেই সবাইকে বিস্ময় উপহার দিয়েছেন সালাহ। রেকর্ড গড়ার পাশাপাশি গড়ছেন নতুন ইতিহাসও। রোমাকে ৫-২ গোলে হারানোর ম্যাচে যেন নিজেকে আরো একবার ছাপিয়ে যাওয়ার মিশনে নেমেছিলেন তিনি। রোমার বিপক্ষে জোড়া গোল করেছেন সালাহ। জোড়া গোল করার সুবাদে বর্তমান মৌসুমে রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে (৪২) টপকে গেলেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ ৪৩ গোলের মালিক এখন তিনি। চ্যাম্পিয়নস লিগের বর্তমান মৌসুমে লিভারপুলের হয়ে সর্বোচ্চ ১০ গোল করেছেন সালাহ। শুধু কি তাই? চ্যাম্পিয়নস লিগ ফুটবল ইতিহাসের সেমিফাইনালে এর আগে কখনো এক ম্যাচে দুই গোল এবং দুই অ্যাসিস্ট করতে পারেননি কোনো ফুটবলার। নতুন এই ইতিহাস নিজেদের মাঠেই গড়লেন সালাহ। লিভারপুলের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডের মালিক ইউয়ান রাশ। ৪৭ গোল করেছিলেন তিনি। সালাহ ৪৩ গোল করে তাঁর চেয়ে চার গোল পিছিয়ে আছেন। খুব শিগগির যে রেকর্ডটি নিজের দখলে নেবেন, তেমন ইঙ্গিতই দিচ্ছেন। রোমাকে বড় ব্যবধানে হারানোর পর আরো কিছু রেকর্ডের সাক্ষী হচ্ছে ফুটবলবিশ্ব। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে মাত্র ১১ ম্যাচ খেলে ১০ গোল করার রেকর্ড গড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনহো। তা ছাড়া মেসি-নেইমারের পর দ্বিতীয় জুটি হিসেবে সালাহ ও ফিরমিনহো এক মৌসুমে দুজনেই দশের অধিক গোল করার কৃতিত্ব দেখালেন। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ২৩ বছর পর দেখা গেল এক ম্যাচে সাত গোল। ১৯৯৫ সালে সর্বশেষ আয়াক্স ৫-২ গোলে হারিয়েছিল বায়ার্ন মিউনিখকে। তবে প্রথম লেগে ৫-২ গোলের ব্যবধানে হেরে পরের রাউন্ডে যাওয়ার ইতিহাস নেই। দেখা যাক! এমনও হতে পারে দ্বিতীয় লেগ ইতিহাসের সাক্ষী হতে কথা বলবে রোমার পক্ষে।
বায়ার্নের প্রতিশোধ নাকি আবারো রোনালদো-জাদু? পূর্ববর্তী

বায়ার্নের প্রতিশোধ নাকি আবারো রোনালদো-জাদু?

সাকিবের অন্যরকম ‘ট্রিপল সেঞ্চুরি’ পরবর্তী

সাকিবের অন্যরকম ‘ট্রিপল সেঞ্চুরি’

কমেন্ট