বায়ার্নের প্রতিশোধ নাকি আবারো রোনালদো-জাদু?

বায়ার্নের প্রতিশোধ নাকি আবারো রোনালদো-জাদু?

এক দলের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি। অন্য দল শেষ চার মৌসুমেই বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল থেকে। প্রথম দলটার নাম রিয়াল মাদ্রিদ, দ্বিতীয় দলটা বায়ার্ন মিউনিখ। আজ এই দুই দল মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে। ম্যাচ বায়ার্নের মাঠে। শেষ চারবারের দুবার রিয়ালের কাছে হেরেই বিদায় নিয়েছিল বায়ার্ন। সবশেষটির স্মৃতি এখনো টাটকা, গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে। সেবার এক ক্রিস্টিয়ানো রোনালদোর কাছেই হেরেছিল বায়ার্ন। প্রথম লেগে বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রিয়ালের ২-১ গোলে জয়ের ম্যাচে দুটি গোলই ছিল রোনালদোর। সান্তিয়াগো বার্নব্যুতে ফিরতি লেগে আরো বিধ্বংসী রুপে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে। দলের ৪-২ গোলের জয়ে রোনালদো করেন হ্যাটট্রিক। দুই ম্যাচে পাঁচ গোল! বায়ার্ন তো আবার চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বিপক্ষে শেষ পাঁচ দেখায় সবগুলোই হেরেছে। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ১০ ম্যাচেই অন্তত একটি গোল করেছেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল। তবে রোনালদো-ভয়ে ভিত নন বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেস, ‘অবশ্যই ম্যাচ বিশ্লেষণে সে আমাদের বড় আলোচনার বিষয়। কিন্তু ভুলে গেলে চলবে না, আমাদের রবার্ট লেভানডফস্কি আছে। সে ৩৯ গোল করেছে। কীভাবে লেভানডফস্কিকে থামাবেন? দুই দলেই বিশ্বসেরা সব খেলোয়াড় আছে।’ এই হেইঙ্কেসই ইউরোপের ‘রাজা’ হিসেবে রিয়াল মাদ্রিদের সম্মান পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। তার অধীনে ১৯৯৮ সালে চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপ সেরার মঞ্চে ৩২ বছরের শিরোপা-খরা কাটিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু চতুর্থ স্থানে থেকে রিয়াল লা লিগা শেষ করায় আট দিন পরই কোচের চাকরি হারাতে হয়েছিল হেইঙ্কেসকে। কার্লো আনচেলত্তি ও বব পাইসলির পর তৃতীয় কোচ হিসেবে তিনবার ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় তিনটি শিরোপা জয়ে হেইঙ্কেসের পথের কাঁটা এখন তার প্রাক্তন ক্লাবই। এই মৌসুমে বায়ার্ন এরই মধ্যে বুন্দেসলিগা ও জার্মান কাপ জিতেছে। হেইঙ্কেসের চতুর্থ মেয়াদে বাভারিয়ানদের সামনে ট্রেবল জয়ের হাতছানি। তবে বায়ার্নের এটাও মাথায় রাখতে হবে, তাদের সামনে কিন্তু ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ! এই মৌসুমে লা লিগা ও কোপা দেল রের কোনোটাই পায়নি রিয়াল। তবে চ্যাম্পিয়নস লিগ মানেই রিয়ালের অন্য চেহারা। শেষ দুই মৌসুমে তাদের শিরোপা উৎসবই যার বড় উদাহরণ। লা লিগায় শেষ দুই ম্যাচে বেশ কিছু গোলের সুযোগ নষ্টের পরও তাই চিন্তিত নন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান, ‘আমি চিন্তিত নই। এটা সত্যি যে, আমরা শেষ দুই ম্যাচে কিছু সুযোগ নষ্ট করেছি। তবে আমরা এবার বুধবার ম্যাচ খেলতে যাচ্ছি, ঘরের বাইরে। আমরা গোল করার চেষ্টা করব এবং উপলব্ধি করার সুযোগ দেব যে, এটা ফুটবল; এখানে যে কোনো কিছুই হতে পারে। মাঠে কে খেলছে, সেটা কোনো বিষয় নয়।’ সব মিলিয়ে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় অ্যালিয়াঞ্জ অ্যারেনা। গত মৌসুমের বদলা নিতে পারবে বায়ার্ন? নাকি আবারো দেখা যাবে রোনালদো-জাদু? জবাব মিলবে আজ রাতেই। ম্যাচ শুরু বাংলাদেশ সময় পৌনে ১টায়।
স্ট্যানলেকের আইপিএল শেষ পূর্ববর্তী

স্ট্যানলেকের আইপিএল শেষ

কোথায় গিয়ে থামবেন সালাহ? পরবর্তী

কোথায় গিয়ে থামবেন সালাহ?

কমেন্ট