আহমেদ ইমতিয়াজ বুলবুলের হার্টে ৮ টি ব্লক ধরা পড়েছে

আহমেদ ইমতিয়াজ বুলবুলের হার্টে ৮ টি ব্লক ধরা পড়েছে

প্রখ্যাত সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল হৃদরোগে আক্রান্ত। এ সংক্রান্ত একটি পোস্ট তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে প্রকাশ করেছেন। এই পোস্টে তিনি সবিস্তারে লিখেছেন, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে যেসব কঠিন সমস্যার মধ্য দিয়ে সময় অতিক্রম করেছেন সবিস্তারে লিখেছেন সেসব। তিনি লিখেছেন, সরকার এর নির্দেশেই ২০১২ তে আমাকে যুদ্ধ অপরাধীর ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাক্ষি হিসাবে দাঁড়াতে হয়েছিল। সাহসিকতার সাথে সাক্ষ্যপ্রমাণ দিতে হয়েছিল ১৯৭১ এ ঘটে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলখানার গণহত্যার সম্পুর্ণ ইতিহাস। আর, ওই গণহত্যা থেকে বেঁচে যাওয়া ৫ জনের মধ্যে আমিও একজন। হত্যা করা হয়েছিল একসাথে ৪৯ জন মুক্তিযোদ্ধাকে। প্রখ্যাত এই সঙ্গীতজ্ঞ লিখেছেন, এই সাক্ষির কারণে আমার নিরপরাধ ছোটো ভাই মিরাজ হত্যা হয়ে যাবে এ আমি কখনওই বিশ্বাস করতে পারিনি। সরকারের কাছে বিচার চেয়েছি, বিচার পাইনি। আমি এখন ২৪ ঘণ্টা পুলিশ পাহারায় গৃহবন্দী থাকি, একমাত্র সন্তানকে নিয়ে। এ এক অভূতপূর্ব করুণ অধ্যায়। বুলবুল বলেন, একটি ঘরে ৬ বছর গৃহবন্দি থাকতে থাকতে আমি আজ উল্লেখযোগ্য ভাবে অসুস্থ। আমার হার্টে ৮ টা ব্লক ধরা পড়েছে এবং বাইপাস সার্জারি ছাড়া চিকিৎসা সম্ভব না। এরই মাঝে কাউকে না জানিয়ে আমি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে চারদিন ভর্তি ছিলাম। সোশ্যাল মিডিয়া ইউজার উদ্দেশ্যে বলেন, প্রিয়বন্ধুরা, আগামী ১০ দিনের মধ্যে আমি আমার হার্টের বাইপাস সার্জারি করাতে প্রস্তুত রয়েছি। কোনো সরকারি সাহায্য বা শিল্পী, বন্ধু বান্ধব সাহায্য আমার দরকার নাই, আমি একাই যথেষ্ট (শুধু অপারেশন এর পূর্বে ১০ সেকেন্ড এর জন্য বুকের মাঝে বাংলাদেশ এর পতাকা এবং কোরানশরিফ রাখতে চাই) আর, তোমরা আমার জন্যে শুধু দোয়া করবে। কোনো ভয় নাই।
দুই বছর আগেই রেস-থ্রি’র প্রস্তাব পেয়েছিলেন সালমান পূর্ববর্তী

দুই বছর আগেই রেস-থ্রি’র প্রস্তাব পেয়েছিলেন সালমান

সৈকতে আকর্ষণীয়া শানারেই দেবী পরবর্তী

সৈকতে আকর্ষণীয়া শানারেই দেবী

কমেন্ট