নতুন দায়িত্বে ম্যারাডোনা

নতুন দায়িত্বে ম্যারাডোনা

বেলারুশের শীর্ষ লিগের ক্লাব ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ৫৭ বছর বয়সি ম্যারাডোনা ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন। রাশিয়া বিশ্বকাপের পর তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা গত মাসে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ফুজাইরার কোচের পদ থেকে পদত্যাগ করেন। দ্বিতীয় বিভাগ থেকে দলকে প্রথম বিভাগে তুলতে ব্যর্থ হওয়ায় তিনি আল ফুজাইরার দায়িত্ব ছাড়েন। এটি ছিল আমিরাতে তার দ্বিতীয় কোচিং অধ্যায়। এর আগে এক বছর তিনি আমিরাতের আরেক ক্লাব আল ওয়াসালের কোচের দায়িত্ব পালন করেছিলেন। বার্সেলোনা ও নাপোলির প্রাক্তন এই ফরোয়ার্ড ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলেরও কোচ ছিলেন। ডায়নামো ব্রেস্ট বেলারুশিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম স্থানে আছে। শনিবার বেলারুশিয়ান কাপ ফাইনালে বাতে বরিসভের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ডায়নামো ব্রেস্ট। মঙ্গলবার এক টুইট বার্তায় ম্যারাডোনাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডায়নামো ব্রেস্ট জানায়, আর্জেন্টাইন কিংবদন্তি ক্লাবের কৌশলগত উন্নয়নে কাজ করবেন। ম্যারাডোনা নিজে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি চুক্তি সই করেছি এবং আমি এখন ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যান। আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ।’
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা পূর্ববর্তী

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা

হবে না বিপিএল! পরবর্তী

হবে না বিপিএল!

কমেন্ট