উইন্ডোজ ১০ ত্রুটিমুক্ত করতে যেভাবে আপডেট করবেন

উইন্ডোজ ১০ ত্রুটিমুক্ত করতে যেভাবে আপডেট করবেন

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সর্বশেষ নতুন আপডেটে টাইমলাইন, এইচডিআর সমর্থন, নকশা পরিবর্তন ও আগের অনেক ত্রুটি ঠিক করা হয়েছে। গত মাসের সেই আপডেটটি ধীরে ধীরে সব ব্যবহারকারীর পিসিতে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। অবশ্য আপনি যদি অপেক্ষা করতে না চান তাহলে এখনই ইনস্টল করতে পারেন নতুন সংস্করণটি। তবে এ জন্য আপনার পিসিতে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। যেভাবে আপডেট করবেন প্রথমে ‘Settings’ অপশন থেকে ‘Update & security’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘Windows Insider Program’ থেকে ‘Get started’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ‘Link an account’’ অপশন নির্বাচন করে ‘Continue’ অপশন চাপতে হবে। এই কয় ধাপ শেষ হলে পরের অপশনে জানতে চাইবে, ‘What kind of content would you like to receive?’ এ অপশনে থাকা ড্রপডাউন মেন্যু থেকে ‘Just fixes, apps, and drivers’ অপশনে ক্লিক করে ‘Confirm’ এবং এরপর মাইক্রোসফট নীতিমালা মানার ‘Confirm’ বাটনে চাপতে হবে। সর্বশেষ ‘Restart now’ বাটনে ক্লিক করতে হবে। তাহলে উইন্ডোজ ১০ বিল্ড ১৮০৩ আপডেট ইনস্টল হয়ে যাবে। আপডেট হয়েছে কি না জেনে নিন উইন্ডোজ ১০-এর নতুন সংস্করণ আপডেট হয়েছে কি না তা যাচাই করতে ‘Settings’ থেকে Update & Security-তে গিয়ে Windows Update অপশনে যেতে হবে। সেখানে গিয়ে যদি দেখা যায় ‘Windows 10, version 1803’ ইনস্টল, তাহলে বুঝতে হবে নতুন সংস্করণটি আপডেট হয়েছে।
মার্কিন ১০ শহরে বাণিজ্যিক ড্রোন ওড়ানোর অনুমতি পূর্ববর্তী

মার্কিন ১০ শহরে বাণিজ্যিক ড্রোন ওড়ানোর অনুমতি

৬ মাসে ১৩০ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ পরবর্তী

৬ মাসে ১৩০ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

কমেন্ট