'পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত'

'পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত'

পবিত্র মাহে রমজান ও সেশন জটের কথা চিন্তা করে পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। একটি অতি উৎসাহী কুচক্রী মহল সরকারকে বিব্রত করতে আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি-ধামকি দিচ্ছে বলে দাবি তাদের। একইসঙ্গে কবি সুফিয়া কামাল হলে আন্দোলনকারী ২৫ শিক্ষার্থীকে শোকজের নামে কোনো প্রকার হয়রানি না করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে তারা। শনিবার কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুর বলেন, যারা হুমকি দিচ্ছে তারা ছাত্রলীগে অনুপ্রবেশকারী। তারা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না। আর যারা হুমকি দিচ্ছে তাদের অধিকাংশই কোটাধারী। শিগগিরই এসকল কুচক্রী মহলকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সুফিয়া কামাল হলে যে ২৫ জনকে শোকজ করা হয়েছে সেটি উদ্দেশ্যমূলক বলে দাবি করেন তিনি। আরেক যুগ্ম আহবায়ক হাসান আল মামুন বলেন, এরা নিজেদের ফায়দা লুটের জন্য ছাত্রলীগ করছে। বিভিন্ন অপকর্মের মাধ্যমে সরকারকে বিব্রত করছে। এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটি এখন প্রশ্ন। পুলিশ আমাদের জিডি না নেওয়ায় আমরা এখন আতঙ্কিত।
ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন পূর্ববর্তী

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

'সব মামলায় জামিন ব্যতীত খালেদা মুক্ত হতে পারবেন না' পরবর্তী

'সব মামলায় জামিন ব্যতীত খালেদা মুক্ত হতে পারবেন না'

কমেন্ট