ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনে মাদুরো জয়ী

ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনে মাদুরো জয়ী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। এর ফলে আগামী ছয় বছর তিনি ফের ভেনেজুয়েলা শাসন করতে যাচ্ছেন। তবে এবারের নির্বাচন বেশ বিতর্কিত ছিল। ফল ঘোষণার আগেই বিরোধী দল এ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তারা সরকারি দলের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ আনে। ভেনেজুয়েলার বর্তমান অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক। দেশব্যাপী চলছে খাদ্যসংকট। এর মধ্যে রোববার দেশটিতে ভোটগ্রহণ হয়, যেখানে মাত্র ৪৬ শতাংশ ভোট পড়েছে। আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা হয়নি। সেটি আজ রাতে ঘোষিত হতে পারে। এর আগেই প্রধান বিরোধী প্রার্থী হেনরি ফ্যালকন ভোটের এ ফলাফল প্রত্যাখ্যান করেছেন। হেনরি ফ্যালকন বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়াকে আমরা বৈধ বলে স্বীকৃতি দেয় না... ভেনেজুয়েলায় আমরা নতুন নির্বাচন চাই।’ ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল প্রধান টিবিসে লুসিনা জানান, নির্বাচনে গৃহিত ভোটের ৯০ শতাংশ গণনা শেষে দেখা যায়, ৫৫ বছর বয়সি মাদুরো ৬৭.৭% ভোট পেয়েছেন। ফ্যালকন পেয়েছেন ২১.২ শতাংশ ভোট।
নিরাপত্তাহীনতায় ভুগছেন নাজিব রাজাক পূর্ববর্তী

নিরাপত্তাহীনতায় ভুগছেন নাজিব রাজাক

উনের সঙ্গে বৈঠক সফল করতে ট্রাম্পের প্রত্যয় পরবর্তী

উনের সঙ্গে বৈঠক সফল করতে ট্রাম্পের প্রত্যয়

কমেন্ট