কাভানি-সুয়ারেজে তৃতীয় শিরোপা চায় উরুগুয়ে

কাভানি-সুয়ারেজে তৃতীয় শিরোপা চায় উরুগুয়ে

রাশিয়া বিশ্বকাপের বাকি আর অল্প কদিন। প্রাথমিক দল থেকে সবাই এখন ব্যস্ত মূল দল গোঁছাতে। কেউ কেউ ঠিক করে নিচ্ছেন নিজ নিজ লক্ষ্য। ইতিহাসের প্রথম দুটি বিশ্বকাপ জয়ী উরুগুয়ে আপাতত ভাবছে গ্রুপ পর্ব নিয়ে। তবে পরের পর্বে গেলে কাভানি-সুয়ারেজের ওপর ভর করে তৃতীয় শিরোপা জিততে বদ্ধ পরিকর অস্কার তাভারেজ শিষ্যরা। উরুগুয়ে, বিশ্বকাপের শুরুর ইতিহাস ঘাঁটলে এক কথায় বিশ্বের মহাপরাক্রমশালী দলগুলোর একটি। তবে সময়ের সঙ্গে বিবর্তন হয়েছে ফুটবলের। আর তার সঙ্গে শৌর্য-বির্য হারিয়ে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। তবে নানা কারণেই বিশ্বকাপ শুরু কিংবা শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতেই থাকে উরুগুয়ে। এইতো যেমন ধরুন, ২০১০ এর সেই অদ্ভুতুড়ে হ্যান্ডবলটার কথা। এই এক ঘটনায় ঘানার ইতিহাসে চিরস্থায়ী খলনায়ক বনে গেছেন লুইস সুয়ারেজ। আবার চার বছর পার হতেই, ২০১৪'র সেই কামড়। কিয়েল্লিনিকে নিশ্চয়ই এখনো দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায় সুয়ারেজ। আবারো দোরগোড়ায় বিশ্ব ফুটবলের মর্যাদার আসর। সেই সুয়ারেজের সঙ্গে পিএসজির এডিনসন কাভানিকে নিয়ে প্রতিপক্ষকে হুমকি দিতে প্রস্তুত উরুগুয়ে। উরুগুয়ের মিডফিল্ডার মারটিয়াস ভেকিনো বলেন, দেখুন এটা গোলের খেলা। আপনি যতই ভালো খেলুন, দিন শেষে গোল না করতে পারলে কি লাভ? আর আমরা নিশ্চিতভাবেই এখানে অনেক এগিয়ে থাকবো। কারণ আমাদের দলে সুয়ারেজ ও কাভানির মতো স্কোরার আছে। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল, এটাই এবার উরুগুয়ের মূল মন্ত্র। যার মধ্যমণি হয়ে থাকবেন নিশ্চিতভাবেই অস্কার তাবারেজ। ৪র্থ বারের মতো বিশ্বকাপের মূল পর্বে নিয়ে এসেছেন দলকে, শেষের আগে তাই তার জন্য হলেও কিছু যে একটা চাই লা সেলেস্তেদের। উরুগুয়ের মিডফিল্ডার মারটিয়াস ভেকিনো বলেন, তাবারেজ অসাধারণ একজন কোচ। তার অভিজ্ঞতাই আমাদের মূল শক্তি। অনেকদিন ধরেই তিনি আমাদের সঙ্গে আছেন, সবাইকে খুব ভালোভাবেই চেনেন। দুর্দান্ত কিছুই হতে চলেছে বিশ্বকাপের 'এ' গ্রুপে স্বাগতিক রাশিয়া এবং সৌদিআরবের সঙ্গে মোহাম্মদ সালাহ'র মিশরের মুখোমুখি হতে হবে উরুগুয়েকে। নকআউটের ভাবনার আগে, গ্রুপ পর্বের হিসেব মেলানোটাই এখন তাদের কাছে মূল লক্ষ্য। তবে সুযোগ আসলে ট্রফিটা যে ছুঁতে চাইবেন সুয়ারেজ-কাভানিরা তা হয়তো বলার অবকাশ রাখে না। গ্রুপটা বেশ কঠিন। আমাদের খুব ভালো একটা শুরু করতে হবে। নিজেদের সেরাটা দিয়ে খেললে আশা করছি ভালো ফল আসবে। মিশরকে নিয়ে আলাদা করে ভাবার কিছু নাই। সবাই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। রাশিয়ার নিঝনি নভোগরদে ক্যাম্প করবে অস্কার তাবারেজের দল। সেখান থেকেই শুরু হবে তাদের তৃতীয় শিরোপা জয়ের মিশন।
হায়দরাবাদ-চেন্নাই ফাইনালে ওঠার লড়াই আজ পূর্ববর্তী

হায়দরাবাদ-চেন্নাই ফাইনালে ওঠার লড়াই আজ

ইনিয়েস্তার বিদায়ী ম্যাচ জিতে বার্সেলোনার শিরোপা উৎসব পরবর্তী

ইনিয়েস্তার বিদায়ী ম্যাচ জিতে বার্সেলোনার শিরোপা উৎসব

কমেন্ট