লর্ডস টেস্টে পাকিস্তানের লিড

লর্ডস টেস্টে পাকিস্তানের লিড

লর্ডস টেস্টে প্রথম ইনিংসে লিড নিয়েছে সফরকারী পাকিস্তান। প্রথম দিনে মোহাম্মদ আব্বাস ও হাসান আলীর অসাধারণ বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৮৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। শুক্রবার দ্বিতীয় দিনে চা বিরতির আগেই সেটি পেরিয়ে গেছে পাকিস্তান। প্রথম দিনের ১ উইকেটে ৫০ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। আজহার আলী ১৮ ও হ্যারিস হোসেন ২১ রান নিয়ে ব্যাটিং শুরু করেন। সোহেল ব্যক্তিগত ৩৯ রানে থামলে ভাঙে ৭৫ রানের দ্বিতীয় উইকেট জুটি। মার্ক উডের বলে আউট হওয়ার আগে ৯৫ বলে ৫ চারে ইনিংসটি সাজান সোহেল। আজহার তুলে নিয়েছিলেন ফিফটি, ১৩৩ বলে। কিন্তু এরপর আর ইনিংস বড় করতে পারেননি। ১৩৬ বলে ৬ চারে ঠিক ৫০ রানে জেমস অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউ হয়ে যায় প্রাক্তন পাকিস্তান অধিনায়ক। চতুর্থ উইকেটে ৮৪ রানের ভালো একটি জুটি গড়েন আসাদ শফিক ও বাবর আজম। দুজন দলের স্কোর দুইশ পার করেন। বেন স্টোকসের বলে আউট হওয়ার আগে ১০০ বলে ৬ চার ও এক ছক্কায় শফিক করেন ৫৯ রান। অধিনায়ক সরফরাজ আহমেদ অবশ্য ৯ রানের বেশি করতে পারেননি। কিছুক্ষণ পর চোট পেয়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন বাবরও (৬৮)। এরপর ষষ্ঠ উইকেটে পঞ্চাশ রানের জুটিতে দলের স্কোর তিনশ পার করেছেন শাদাব খান ও ফাহিম আশরাফ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ৩০৮ রান । শাদাব ৩০ ও ফাহিম ৩৭ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের লিড তখন ১২৪ রান।
বিশ্বকাপে ‘গোল্ডেন গ্লাভস’ জিতেছেন যারা পূর্ববর্তী

বিশ্বকাপে ‘গোল্ডেন গ্লাভস’ জিতেছেন যারা

লিভারপুলের হয়ে পদক পাবেন কুতিনহো! পরবর্তী

লিভারপুলের হয়ে পদক পাবেন কুতিনহো!

কমেন্ট