নাটোরে টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নাটোরে টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নাটোরে টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে  সিহাব হোসেন শিশির (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে হাসু নামের একজনের হাতের আঙুল কেটে দিয়েছে প্রতিপক্ষ। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে নাটোর পৌরসভার ভেতরে এ ঘটনা ঘটে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পুলিশ ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর আলম হিরো ও মো. হাসুকে আটক করেছে।
নিহত সিহাব নাটোর শহরের মল্লিকহাটি এলাকার মোজাহার আলী মুন্নার ছেলে। আর আহত হাসু কান্দিভিটুয়া এলাকার আলম হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের মল্লিকহাটি এলাকায় ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে মোস্তাফিজুর  আলম হিরো ও মো. হাসু গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে সিহাব নামের একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরের কানাইপুরে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বেড়ে ১৩ পরবর্তী

ফরিদপুরের কানাইপুরে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বেড়ে ১৩

কমেন্ট