সমালোচকদের কড়া জবাব দিলেন কোহলি

সমালোচকদের কড়া জবাব দিলেন কোহলি

এবারের আইপিএলটা দারুণ কাটছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলির। প্রতি ম্যাচেই পাচ্ছেন রানের দেখা। এরইমধ্যে পেরিয়েছেন ৫০০ রানের মাইলফলক। এরপরও কোহলিকে নিয়ে সমালোচনার শেষ নেই। এবার সেসব সমালোচকদের জবাব দিলেন এই তারকা ব্যাটার।

এখন পর্যন্ত খেলা ১০ ম্যাচে ৭১.৪৩ গড়ে কোহলির রানসংখ্যা ৫০০। সর্বোচ্চ ১১৩ রানের ইনিংস খেলা এই ক্রিকেটারের স্ট্রাইক রেটটাও মন্দ নয়। ১৪৭.৪৯ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই ডানহাতি ব্যাটার। এবারের আইপিএলে কমপক্ষে ৩০০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে কোহলির চেয়ে কম স্ট্রাইকরেট আছে মাত্র তিনজনের। যেখানে ডু-প্লেসিস আর উইল জ্যাকসরা দুইশ এর ওপর স্ট্রাইকরেট নিয়ে ব্যাট করছেন, সেখানেই ব্যতিক্রম কোহলি। নেটিজেনদের আপত্তির জায়গাটা এখানেই। তাদের দাবি, কোহলির এমন স্ট্রাইকরেট মোটেও টি-টোয়েন্টি সুলভ নয়।

বিষয়টি নিয়ে ম্যাচশেষে কথা বলেন কোহলি। স্ট্রাইকরেট প্রসঙ্গে কোহলি বলেন, ‘সব লোক স্ট্রাইক রেট এবং আমার স্পিন ভালো খেলতে না পারা নিয়ে কথা বলে, তারা শুধু পরিসংখ্যান নিয়েই কথা বলে। আমার কাছে দলের জন্য ম্যাচ জয়ই আসল। যেটা আমি ১৫ বছর ধরে করে যাচ্ছি। আমি জানি না, এমন পরিস্থিতিতে আপনারা কখনও পড়েছেন কি না। কিন্তু বক্সে বসে ম্যাচ নিয়ে কথা বলছেন।’

কোহলি আরও যোগ করেন, ‘মানুষ দিনের পর দিন অনুমানের ওপর কথা বলতে পারে, কিন্তু যারা দিনের পর দিন কাজটা করে, তারা জানে আসলে কী ঘটছে। আমি অতি আক্রমণাত্মক হতে চাই না, বোলারকে ভাবনায় ফেলতে চাই। তারা চাইবে, আমি যেন আক্রমণাত্মক হই এবং আউট হই।’

১৯৯৯ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের পরবর্তী

১৯৯৯ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

কমেন্ট