অতিরিক্ত ডিআইজি হলেন হারুন অর রশিদ

অতিরিক্ত ডিআইজি হলেন হারুন অর রশিদ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি এখন তেজগাঁও জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির বিষয়টি উল্লেখ করা হয়। এদিন আরও ছয়জনকে এই পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম, মো. আনিসুর রহমান, বিপ্লব বিজয় তালুকদারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া সিআইডির পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম, বিশেষ শাখার (এসবির) পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও পুলিশ অধিদপ্তরের সহকারি মহাপরিদর্শক (এআইজি) শেখ রফিকুল ইসলামকেও ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পুলিশের ১৭৫ কর্মকর্তার পদোন্নতি পূর্ববর্তী

পুলিশের ১৭৫ কর্মকর্তার পদোন্নতি

জনস্বার্থ বিবেচনায় শর্তসাপেক্ষে গণপরিবহণ চালু ৬ মে থেকে: ওবায়দুল কাদের পরবর্তী

জনস্বার্থ বিবেচনায় শর্তসাপেক্ষে গণপরিবহণ চালু ৬ মে থেকে: ওবায়দুল কাদের

কমেন্ট