অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা ভেঙে ৪ জনের মৃত্যু

অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা ভেঙে ৪ জনের মৃত্যু

প্রবল ঢেউয়ের কারণে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগোতে অভিবাসন প্রত্যাশীবাহী একটি নৌকা ভেঙে গিয়ে অন্তত চারজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২৪ জন। রোববার (২ মে) অন্তত ৩০ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ৪০ ফুট দীর্ঘ একটি নৌকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। এ সময় সান ডিয়াগোর লোমা পয়েন্টে বাতাস ও প্রবল ঢেউয়ের কারণে গতিপথ হারিয়ে ফেলে নৌকাটি। এতে অসমতল জায়গায় ধাক্কা লেগে জলযানটি পুরোপুরি ভেঙে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জরুরি সহায়তার সংকেত পেয়ে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কোনো ধরনের নিরাপত্তা সামগ্রী ছাড়াই নৌকাটি অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল বলে জানিয়েছে কোস্টগার্ড। তদন্তের খাতিরে নৌকার মাঝিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এর পাশাপাশি নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে কোস্টগার্ড কর্তৃপক্ষ। তবে, ওই অভিবাসন প্রত্যাশীদের জাতীয়তা সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
করোনা কেড়ে নিল আরও সাড়ে ১০ হাজার প্রাণ পূর্ববর্তী

করোনা কেড়ে নিল আরও সাড়ে ১০ হাজার প্রাণ

বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা পরবর্তী

বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা

কমেন্ট