আইএস-এর পাকিস্তান শাখা প্রধানের মৃত্যু

আইএস-এর পাকিস্তান শাখা প্রধানের মৃত্যু

ISইসলামিক স্টেট (আইএস)-এর পাকিস্তান শাখার প্রধান হাফিজ মুহম্মদ সাঈদ বোমা বিস্ফোরণে মারা গেছে।

নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন সঙ্গী নিয়ে সাঈদ অশান্ত খাইবার উপজাতি এলাকার তিরা উপত্যকার তুর দারা এলাকায় রাস্তার পাশে বোমা রাখছিল। আচমকা সেটি ফেটে যায়। দুই সঙ্গীসহ প্রাণ হারায় সাঈদ। যদিও ইসলামিক স্টেট-এর পক্ষ থেকে কিছু বলা হয়নি।

অওরাকজাই এজেন্সি এলাকা থেকে আসা সাঈদ তেহরিক-ই-তালিবান গোষ্ঠীর সেই পাঁচ প্রথম সারির কমান্ডারের একজন, গত অক্টোবরে যারা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদী গোষ্ঠী থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করে।

পাঁচজনই তেহরিকের সাবেক মুখপাত্র শাহিদুল্লাহ শাহিদের নেতৃত্বে ইসলামিক স্টেট বাহিনীতে যোগ দেয়। সাঈদকে সংগঠনের পাকিস্তান শাখার প্রধান করা হয়। যা পরে আনুষ্ঠানিক ভাবে জানায় আইএস।

সূত্র: পাক সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউন।

আবারো ১০০ প্রভাবশালীর তালিকায় মালালা পূর্ববর্তী

আবারো ১০০ প্রভাবশালীর তালিকায় মালালা

ইয়েমেনে যুদ্ধবিরতির আহবান জাতিসংঘ মহাসচিবের পরবর্তী

ইয়েমেনে যুদ্ধবিরতির আহবান জাতিসংঘ মহাসচিবের

কমেন্ট