আত্মসমর্পণ করে জামিন পেলেন খালেদা জিয়া

আত্মসমর্পণ করে জামিন পেলেন খালেদা জিয়া

দুর্নীতির দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জামাদ্দার তার জামিন মঞ্জুর করে আদালত। এছাড়া আগামী ৫ মে পর্যন্ত বিচারক কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মামলার অপর দুই আসামি কাজী সলিমুল হক ও শরফুদ্দিন আহমেদকেও জামিন দিয়েছে আদালত। আদালত জামিন মঞ্জুর করে বলে, গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ অন্য আসামিরা আদলতে হাজির ছিলেন না। মামলার সাক্ষ্য গ্রহণ ও বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার জন্য তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। এটি তাকে জেলহাজতে প্রেরণের উদ্দেশ্য আদালতের ছিল না। তিনি সম্মানিত ব্যক্তিত্ব, এজন্য তার জামিন মঞ্জুর করা হলো। একই সঙ্গে ৫ মে পর্যন্ত বিচার কার্যক্রম মুলতবি করেছে আদালত। এই সময়ের মধ্যে মামলার জব্দ তালিকাসহ কিছু নথিপত্র আসামিপক্ষকে জমা দিতে বলেছে আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ২৫ ফেব্রুয়ারি আদালতে উপস্থিত না থাকায় খালেদা জিয়াসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। কিন্তু ঐ পরোয়ানা ৪০ দিনেও সংশ্লিষ্ট থানায় পৌঁছায়নি। আজ আদালতে আত্মসর্মপণ করে জামিন চান খালেদা জিয়া। জামিন আবেদনের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ, এ জে মোহম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল শুনানি করেন। সকালে গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়া সকাল নয়টা ৪৫ মিনিটে রওনা দিয়ে ১০টা ৩২ মিনিটে বকশিবাজারস্থ আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে পৌঁছান তিনি।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মিন্টুর রিট পূর্ববর্তী

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মিন্টুর রিট

খোকন ও সাইফুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ পরবর্তী

খোকন ও সাইফুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ

কমেন্ট