ইয়েমেনে যুদ্ধবিরতির আহবান জাতিসংঘ মহাসচিবের

ইয়েমেনে যুদ্ধবিরতির আহবান জাতিসংঘ মহাসচিবের

moonইয়েমেনে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বৃহস্পতিবার রাতে ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জলবায়ু ও পরিবেশ নিয়ে আলোচনা করতে এ মাসেই ভ্যাটিকান সফরে যাবেন বলেও জানান জাতিসংঘ মহাসচিব। মুন বলেন, এ মুহূর্তে বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হল ইয়েমেন ও জলবায়ু পরিবর্তন। একসাথে এরকম দুটি গুরুত্বপূর্ণ বিষয় এর আগে কখনো তাকে মোকাবিলা করতে হয়নি বলে জানান তিনি। তিনি বলেন, যুদ্ধের আগুনে পুড়ছে ইয়েমেন। যুদ্ধাদের এক তৃতীয়াংশই শিশু। এ জন্যই আমি জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহবান জানিয়েছি। যুদ্ধ থেকে বের হয়ে আসতে, যেটা স্থিতিশীলতার জন্য ক্ষতিকর, তার জন্য কূটনৈতিক প্রচেষ্টায় সবচেয়ে ভাল উদ্যেগ। প্রেস ক্লাবের উপস্থিত সবাই জাতিসংঘ মহাসচিবের এ প্রস্তাবনাকে সমর্থন জানান। মুন জানান, এ মাসের শেষের দিকে তিনি ভ্যাটিকান সফরে যাবেন ও পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরিবশেসহ বিভিন্ন ইস্যুতে পোপের পরিকল্পনা নিয়ে তিনি আলোচনা করবেন। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সম্মেলনে পোপ, প্রেসিডেন্ট ওবামা ও বিশ্ব নেতাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন মুন। জলবায়ু ইস্যুতে প্রেসিডেন্ট ওবামা ও সাবেক প্রেসিডেন্ট বুশের নেয়া উদ্যেগের প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব বলেন, ২০০৭ সালে মহাসচিবের দায়িত্ব নেবার পরই আমি বুশের সঙ্গে জলবায়ু ইস্যু নিয়ে কথা বলি। ওবামা ও ইউরোপীয় ইউনিয়নকে এ বিষয়ে সমর্থন দিতে বলি। অনুষ্ঠানে ন্যাশনাল প্রেসক্লাব প্রেসিডেন্ট জন হিউজ জিজ্ঞাসা করেন, যথন মুন বিদায় নিবেন এবং হাতে প্রচুর সময় থাকবে তখন কি করবেন? জবাবে জাতিসংঘ মহাসচিব বলেন, আমি উন্মুক্ত সময়টাতেও খুব ব্যস্ত থাকি। তিনি পরিবার ও স্ত্রীর সাঙ্গে সময় কাটাবেন বলে জানান। এসময় তিনি হেসে বরেন, পরিবারের শিশুদের সাঙ্গে একজনকে খুব নিয়ম মেনে এবং কঠিনভাবে মানিয়ে চলতে হয়। কিন্তু এটা নাতী-নাতনীদের ক্ষেত্রে খুবি মজার ও সহজ হয়ে থাকে।
আইএস-এর পাকিস্তান শাখা প্রধানের মৃত্যু পূর্ববর্তী

আইএস-এর পাকিস্তান শাখা প্রধানের মৃত্যু

মধ্যপ্রাচ্যে কোটি শিশু স্কুলবঞ্চিত পরবর্তী

মধ্যপ্রাচ্যে কোটি শিশু স্কুলবঞ্চিত

কমেন্ট