এমন ম্যাচ আগে দেখেননি রোহিত

এমন ম্যাচ আগে দেখেননি রোহিত

টি-টোয়েন্টিতে ২১৯ রানের পাহাড়সম লক্ষ্য। তাড়া করতে নেমে মাঝপথে দ্রুত তিন উইকেট হারিয়ে খেই হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেখান থেকে দলকে উদ্ধার করলেন কাইরন পোলার্ড। খুনে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসের মুঠো থাকা জয় নিজেদের করে নিলেন পোলার্ড। এমন রান তাড়ার ম্যাচটি দেখে মুগ্ধ মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা মুগ্ধ। জানালেন, এরকম রান তাড়ার ম্যাচে আগে দেখেননি তিনি। অন্যতম সেরা টি-টোয়েন্টি ম্যাচের ম্যাচের সাক্ষী থাকলেন আইপিএলের সফল এই অধিনায়ক। প্রায় হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে গতকাল শনিবার চেন্নাইকে হারিয়েছে মুম্বাই। শেষ বলে ২১৯ রানের লক্ষ্য ছুঁয়েছে মুম্বাই। আইপিএলে এর চেয়ে বেশি রান তাড়া করে জয় আছে কেবল একটি। গত আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২২৪ রানের লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জিতেছিল রাজস্থান রয়্যালস। ৩৪ বলে ৮৭ রান করে একা হাতে ম্যাচ জিতিয়েছেন পোলার্ড। ক্যারিবিয়ান ক্রিকেটারের ব্যাটিং তাণ্ডব দেখে অবাক রোহিত শর্মা। ম্যাচের পর দলটির রোহিত বলেছেন, ‘অন্যতম সেরা একটা টি-টোয়েন্টি ম্যাচের সাক্ষী থাকলাম। এরকম রান তাড়ার ম্যাচ আগে দেখিনি। পোলার্ডের অন্যতম সেরা ইনিংস। বাইরে থেকে দেখে দারুণ লাগছিল। পিচ ভাও ছিল, ছোট মাঠ, চেন্নাইয়ের ইনিংস শেষ হওয়ার পরেও আমরা ইতিবাচক ছিলাম। শুরুটা ভালও হয়েছিল। ক্রিজে গিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছিলাম। ক্রুনাল-পোলার্ডের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল। বড় রান তাড়া করতে গেলে মারকুটে ব্যাটসম্যানরা যত বেশি বল পায় তত ভালো।’
করোনা মোকাবিলায় বিশেষ জার্সি গায়ে খেলবেন কোহলিরা পূর্ববর্তী

করোনা মোকাবিলায় বিশেষ জার্সি গায়ে খেলবেন কোহলিরা

করোনার ভয়াবহতার মধ্যে বিশ্বকাপের ৯ ভেন্যুর খসড়া তালিকা দিল ভারত পরবর্তী

করোনার ভয়াবহতার মধ্যে বিশ্বকাপের ৯ ভেন্যুর খসড়া তালিকা দিল ভারত

কমেন্ট