কাশিমপুরে কারা ফটকে ইয়াবাসহ কারারক্ষী আটক

কাশিমপুরে কারা ফটকে ইয়াবাসহ কারারক্ষী আটক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর কারারক্ষী পিন্টু মিয়াকে ৩২৮টি ইয়াবাসহ আটক করা হয়েছে। কারা ফটক দিয়ে ঢোকার সময় গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করা হয়। আটক পিন্টু মিয়া (৩২) ঢাকা জেলার ধামরাই উপজেলার গারাইল গ্রামের বাসিন্দা। জানা গেছে, গতকাল রাতে পিন্টু মিয়া কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে ঢোকার সময় দায়িত্বরত কারারক্ষী আতিকুর রহমানের কাছে তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে দেহ তল্লাশি করা হয়। এ সময় পিন্টু মিয়ার কাছ থেকে ৩২৮টি ইয়াবা পান আতিকুর। পরে তাঁকে আটক করে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর জেলার রীতেশ চাকমা জানান, পিন্টু মিয়া তিন বছর ধরে এই কারাগারে কারারক্ষী পদে চাকরি করছেন। এর আগে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী ছিলেন। হাই সিকিউরিটি কারাগারে থাকাকালেও পিন্টু মিয়া গাঁজা সরবরাহের অভিযোগে একবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন। এ বিষয়ে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় একটি মাদক মামলা হয়।
কক্সবাজারে ১০ মামলার আসামি সাদ্দামসহ গ্রেফতার ৩ পূর্ববর্তী

কক্সবাজারে ১০ মামলার আসামি সাদ্দামসহ গ্রেফতার ৩

পতেঙ্গায় ট্যাংকারে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, দগ্ধ ২ পরবর্তী

পতেঙ্গায় ট্যাংকারে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, দগ্ধ ২

কমেন্ট