খোকন ও সাইফুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ

খোকন ও সাইফুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ

khokon-milon

আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ও জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার সকালে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ স্বাক্ষরিত ওই নোটিশ পাঠানো হয়। আগামীকাল বেলা তিনটার মধ্যে সশরীরে হাজির হয়ে বা প্রতিনিধির মাধ্যমে তাঁদের এর উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সাঈদ খোকন বলেন, ‘গতকাল পুরান ঢাকায় হাজি সেলিম সাহেবের আমন্ত্রণে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের সঙ্গে হাত মেলানোর ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্ধ্যার মধ্যে এর উত্তর নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাব। এটা নিয়ে আমার আইনজীবীরা এখন কাজ করছেন।’ শুক্রবার সাঈদ খোকন পুরান ঢাকার চকবাজার সমজিদে সাংসদ হাজি সেলিম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জুমার নামাজ আদায় করেন।  নামাজ শেষে তাদের সঙ্গে নিয়ে মুসল্লিদের সঙ্গে পরিচিত হন এবং আশপাশের দোকানে গিয়ে লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সাঈদ খোকনের জন্য উপস্থিত লোকজনের কাছে দোয়া চান হাজি সেলিম। অন্য একটি মসজিদে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন সাইফুদ্দিন আহমেদ মিলন।
আত্মসমর্পণ করে জামিন পেলেন খালেদা জিয়া পূর্ববর্তী

আত্মসমর্পণ করে জামিন পেলেন খালেদা জিয়া

রবিবার আদালতে যাচ্ছেন খালেদা জিয়া পরবর্তী

রবিবার আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

কমেন্ট