চীন বিদেশে আগ্রাসী ভূমিকা নিচ্ছে এবং দ্বন্দ্বনির্ভর আচরণ বাড়িয়ে দিয়েছে: যুক্তরাষ্ট্র

চীন বিদেশে আগ্রাসী ভূমিকা নিচ্ছে এবং দ্বন্দ্বনির্ভর আচরণ বাড়িয়ে দিয়েছে: যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, “চীন সম্প্রতি ‘বিদেশে আরও আগ্রাসী ভূমিকা’ নিয়েছে এবং ক্রমেই ‘দ্বন্দ্বনির্ভর আচরণ বাড়িয়ে’ দিয়েছে।” যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজের অনুষ্ঠান ‘সিক্সটি মিনিট্‌স’-এ বাইডেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানটি স্থানীয় সময় রোববার টেলিভিশনে প্রচার হয়। বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানায়। বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সামরিক সংঘাতের আশঙ্কা রয়েছে কি না জানতে চাওয়া হলে অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘সেটি চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের স্বার্থবিরোধী। গত কয়েক বছরে আমরা যা দেখেছি, চীন দেশে সংবরণমূলক এবং বাইরে আগ্রাসী মনোভাব দেখিয়ে আসছে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য গোপনীয়তার কয়েক হাজার কোটি ডলার ও মেধাস্বত্ত্ব চুরির বিষয়ে জিজ্ঞেস করা হলে ব্লিনকেন বলেন, মেধাস্বত্ত্ব অধিকার ইস্যুতে বাইডেন প্রশাসনের ‘বিশেষ নজর’ রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মনে হচ্ছে, কেউ ক্রমাগত দ্বন্দ্ব-সংঘাতের পন্থায় অন্যায্যভাবে লড়াইয়ের চেষ্টা চালাচ্ছে।’ বেইজিংয়ের উদ্দেশে তিনি বলেন, ‘এটা চলতে পারে না, এভাবে চলবে না।’ রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ওয়াশিংটনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এ বিষয়ে কথা বলতে রাজি হননি। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের বিবৃতিতে বলা হয়, “গত বছর যুক্তরাষ্ট্র-চীন সাক্ষরিত চুক্তি অনুযায়ী ‘প্রথম ধাপে’ যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ত্ব রক্ষায় ঘাটতি দেখিয়েছে চীন। গত বছর বেইজিং ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে সমঝোতা হয়। যেখানে যুক্তরাষ্ট্রের কৃষিভিত্তিক জৈবপ্রযুক্তি খাতের নিয়ন্ত্রণ এবং দুই বছরে যুক্তরাষ্ট্র থেকে ২০ হাজার কোটি মার্কিন ডলারের পন্য আমদানির শর্ত রয়েছে। এদিকে, ব্লিনকেন জি৭ রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দিতে রোববার লন্ডনে পৌঁছেছেন। সেখানেও চীন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। চীনের সঙ্গে প্রতিযোগিতাকে নিজের প্রশাসনের চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা নেওয়ার পর গত বুধবার কংগ্রেস প্রথম বক্তৃতা করেন তিনি। সেখানে বাইডেন বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রাখতে প্রযুক্তিগত সামর্থ্য বাড়ানো হবে। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, তাইওয়ানের বিপক্ষে চীনের আগ্রাসী ভূমিকায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ব্লিনকেন সে সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে (যুক্তরাষ্ট্রের) অবস্থান বদলাতে চাইলে সেটি হবে ‘চরম ভুল’।”
বিশ্বব্যাপী মহামারি করোনায় আরও ১০ হাজার প্রাণহানি পূর্ববর্তী

বিশ্বব্যাপী মহামারি করোনায় আরও ১০ হাজার প্রাণহানি

আবারও সক্রিয় আইএস, আতঙ্কে ইরাক পরবর্তী

আবারও সক্রিয় আইএস, আতঙ্কে ইরাক

কমেন্ট