জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখলো এসি মিলান-আর্সেনাল

জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখলো এসি মিলান-আর্সেনাল

গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখলো ইতালিয়ান ক্লাব এসি মিলান ও ইংলিশ জায়ান্ট আর্সেনাল। চেক প্রজাতন্ত্রের ক্লাব স্পার্তা প্রাগকে ৩-০ গোলে হারিয়েছে ইব্রাহিমোভিচের মিলান। আর আয়ারল্যান্ডের ক্লাব ডানডকের বিপক্ষে আর্সেনালের জয়ের ব্যবধান ৩-০। এমিরেটসে আর্সেনাল মুখোমুখি হয় আইরিশ ক্লাব ডানডকের। নিজেদের সবশেষ ম্যাচের একাদশে ১০টি পরিবর্তন এনে দল মাঠে নামান গানার কোচ মিকেল আর্টেটা। আর্সেনালের তারুণ্য নির্ভর দলটা মধ্যমাঠের দখল বুঝে নিয়ে করতে থাকে আক্রমণ। তবে সেগুলো পাচ্ছিলো না পূর্ণতা। অবশেষে ডানডকের প্রতিরোধ ভাঙ্গে প্রথমার্ধ্বের শেষ প্রান্তে। গানারদের ত্রাতা হয়ে আসেন ইংলিশ স্ট্রাইকার এডি এনকেতিয়া। ৪২ মিনিটে ক্লাবের হয়ে করেন প্রথম গোল। এর দুই মিনিট পরেই আবারো লিড স্বাগতিক আর্সেনালের। এবার গোলদাতা জো উইলক। বিরতি থেকে ফিরেই নিকোলাস পেপে ব্যবধান করেন ৩-০। ফলে সহজ জয়ে নক আউট পর্বের পথে অনেকটাই এগিয়ে গেলো আর্সেনাল।
বড় শাস্তি থেকে বেঁচে গেলেন হার্দিক পূর্ববর্তী

বড় শাস্তি থেকে বেঁচে গেলেন হার্দিক

সহজ জয় পেল পিএসজি-চেলসি পরবর্তী

সহজ জয় পেল পিএসজি-চেলসি

কমেন্ট