দামাস্কাসে সরকারি হামলায় নিহত ১০

দামাস্কাসে সরকারি হামলায় নিহত ১০

damaskasসিরিয়ার রাজধানী দামাস্কাসে সরকারি বাহিনীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

দামাস্কাসের জাবদিন এলাকায় বৃহস্পতিবার এই গোলা হামলা চালায় প্রেসিডেন্ট বাশার আল বাশারের বাহিনী। সিরিয়ার একটি মানবাধিকার সংস্থার সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা।

যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, জাবদিনে নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে।

এদিকে দামাস্কাসের আরেকটি শহরতলী ইস্টার্ন ঘুটাতে সরকারি বাহিনী ও বিরোধীদলীয় যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে একই দিন বৃহস্পতিবার। এতে দুইপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

খবরে বলা হয়, বিগত ১০ দিনে ইস্টার্ন ঘুটায় অন্তত ৩৬টি মিসাইল ও কয়েক ডজন গোলা হামলা চালানো হয়েছে।

সিরীয় মানবাধিকার সংস্থাটি বলেছে, চলতি মাসে সিরিয়া জুড়ে এক হাজার ৭০৯টি বিমান ও হেলিকপ্টার হামলা করেছে বাশারবাহিনী।

এসব হামলায় অন্তত ২৬০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮১ জন শিশু। এছাড়া সরকারি হামলায় চলতি মাসে দেড় হাজার মানুষ আহত হয়েছেন।

২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায়। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, বিগত চার বছরে এই যুদ্ধে দুই লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এদিকে বৃহস্পতিবার এক প্রতিবেদনে সিরীয় মানবাধিকার সংস্থা জানিয়েছে, দেশটিতে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা অন্তত ৩ লাখ ১০ হাজার।

নেপালের সাবেক প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর আর নেই পূর্ববর্তী

নেপালের সাবেক প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর আর নেই

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের দূত জামাল বেনোমার পদত্যাগ পরবর্তী

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের দূত জামাল বেনোমার পদত্যাগ

কমেন্ট