নারায়ণগঞ্জ হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বশির গ্রেপ্তার

নারায়ণগঞ্জ হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বশির গ্রেপ্তার

হরতালে সহিংসতার অভিযোগে পুলিশের করা মামলায় বাংলাদেশ হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘হরতালের নামে ব্যাপক সহিংসতা ও নাশকতা চালানো হয়েছে। এ ঘটনায় পুলিশের করা পাঁচটি মামলার মধ্যে একটি মামলায় মুফতি বশির উল্লাহকে গ্রেপ্তার করা হয়।’ পুলিশ জানায়, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড় থেকে শিমরাইল এলাকা পর্যন্ত সহিংসতা চালায় হরতালকারীরা। তারা যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাসসহ অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করে। অগ্নিসংযোগ করা হয় ১৮টি গাড়িতে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ৯টি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ পাঁচটি ও র‌্যাব একটি এবং ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরা তিনটি মামলা করেন।
রাজশাহীতে করোনা ও উপসর্গে এক রাতে আটজনের মৃত্যু পূর্ববর্তী

রাজশাহীতে করোনা ও উপসর্গে এক রাতে আটজনের মৃত্যু

দিনভর অভিযানে ধরা ৭ মাদকসেবী, রাতে ভ্রাম্যমাণ আদালতে রায় পরবর্তী

দিনভর অভিযানে ধরা ৭ মাদকসেবী, রাতে ভ্রাম্যমাণ আদালতে রায়

কমেন্ট