নেপালের সাবেক প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর আর নেই

নেপালের সাবেক প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর আর নেই

bahadur-479x264নেপালের সাবেক প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর থাপা পরলোকগমন করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

চিকিৎসকের বরাত দিয়ে এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ খবর দিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়, পাঁচবারের প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর থাপা ক্যানসারে ভুগছিলেন। গত ২৯ মার্চ তাকে মেডান্টা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সূর্য বাহাদুরের এক চিকিৎসক বলেছেন, ‘তার পাকস্থলী, যকৃত, অগ্ন্যাশয়, অন্ননালী, নাড়ি (ক্যানসারে) আক্রান্ত হয়ে গিয়েছিল।’

স্থানীয় সময় বুধবার রাত ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সূর্য বাহাদুর।

প্রসঙ্গত, সূর্য বাহাদুর থাপা নেপালের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ক্ষমতায় আসীন হয়েছিলেন ১৯৬৩ সালে, দু বছরের মেয়াদে। এরপর ১৯৬৫-৬৯, ১৯৭৯-৮৩, ১৯৯৭-৯৮ মেয়াদে তিনি ক্ষমতায় ছিলেন। সর্বশেষ ২০০৩-২০০৪ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সূর্য বাহাদুর থাপা।

মধ্যপ্রাচ্যে কোটি শিশু স্কুলবঞ্চিত পূর্ববর্তী

মধ্যপ্রাচ্যে কোটি শিশু স্কুলবঞ্চিত

দামাস্কাসে সরকারি হামলায় নিহত ১০ পরবর্তী

দামাস্কাসে সরকারি হামলায় নিহত ১০

কমেন্ট