পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন তাদের সঙ্গে আমাদের সুম্পর্ক থাকবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম থাকবে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগদান শেষে বের হওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে তিস্তার পানি চুক্তি আবার ঝুলে যাবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আমরা আগের মতোই কাজ করে যাব। আশা করছি, এতে কোনো সমস্যা হবে না।
ছড়িয়ে পড়ছে সুন্দরবনের আগুন, তদন্তে কমিটি পূর্ববর্তী

ছড়িয়ে পড়ছে সুন্দরবনের আগুন, তদন্তে কমিটি

পুলিশের ১৭৫ কর্মকর্তার পদোন্নতি পরবর্তী

পুলিশের ১৭৫ কর্মকর্তার পদোন্নতি

কমেন্ট