পুলিশের ১৭৫ কর্মকর্তার পদোন্নতি

পুলিশের ১৭৫ কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ পুলিশের মোট ১৭৫ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে সাতজনকে পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ৬৩ জনকে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে ও ১০৫ জনকে সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পদোন্নতি সংক্রান্ত তিনটি পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাবেন। এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির উপকমিশনার হারুন অর রশিদ, সৈয়দ নুরুল ইসলাম, মো. আনিসুর রহমান, বিপ্লব বিজয় তালুকদারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া সিআইডির পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম, বিশেষ শাখার (এসবির) পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও পুলিশ অধিদপ্তরের সহকারি মহাপরিদর্শক (এআইজি) শেখ রফিকুল ইসলামকেও ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে: পররাষ্ট্রমন্ত্রী পূর্ববর্তী

পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

অতিরিক্ত ডিআইজি হলেন হারুন অর রশিদ পরবর্তী

অতিরিক্ত ডিআইজি হলেন হারুন অর রশিদ

কমেন্ট