বড় শাস্তি থেকে বেঁচে গেলেন হার্দিক

বড় শাস্তি থেকে বেঁচে গেলেন হার্দিক

আইপিএলে আচরণবিধি ভেঙে তিরস্কৃত হয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ক্রিস মরিস। গতকাল বুধবার আবু ধাবিতে মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এই দুই ক্রিকেটার। তাই রেফারির রোষে পড়েন তাঁরা। আইপিএল থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পান্ডিয়া ও মরিস লেভেল ওয়ান অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। মরিসের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের ২.৫ ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে। পান্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ আচরণবিধির ২.২০ ধারা লঙ্ঘনের। এই অপরাধের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। এ ক্ষেত্রে ম্যাচ রেফারি মনু নায়ার সতর্ক করে দুই অল-রাউন্ডারকে। তাই বড় শাস্তি থেকে বেঁচে গেলেন দুই তারকা। মুম্বাই ইনিংসের ১৯তম ওভারে ঘটে এমন অপ্রীতিকর ঘটনা। জয়ের জন্য তখন ১৯ রান দরকার ছিল। চতুর্থ বলে পান্ডিয়া ছক্কা হাঁকান মরিসকে। তখনই দুজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরের বলেই মরিস আউট করেন হার্দিককে। তিনি ডাগ আউটে ফেরার সময় মরিস কিছু একটা বলেন। আঙুল তুলে পালটা জবাব দিতে দেখা যায় হার্দিককে।
ভারতের বিপক্ষে প্রতিশোধ নিতে প্রস্তুত অস্ট্রেলিয়া পূর্ববর্তী

ভারতের বিপক্ষে প্রতিশোধ নিতে প্রস্তুত অস্ট্রেলিয়া

জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখলো এসি মিলান-আর্সেনাল পরবর্তী

জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখলো এসি মিলান-আর্সেনাল

কমেন্ট