বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার বড় শক্তি : কঙ্গনা

বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার বড় শক্তি : কঙ্গনা

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় আসছে, এবং বিজেপি হেরে যাচ্ছে- এমন পরিস্থিতিতে 'বিতর্কিত' এক মন্তব্য করে বসলেন বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত। এক টুইটে তিনি বলেছেন, বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেন কঙ্গনা। রবিবার যখন তৃণমূলের নেতাকর্মীদের মাঝে জয়ের উচ্ছ্বাস, তখনই এই টুইট করেন তিনি। টুইট বার্তায় তিনি লিখেন, 'বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি, যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরিব আর বঞ্চিত। ভালো আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।' এই লেখার পরই ‘ইলেকশন ২০২১’ হ্যাশট্যাগ দেন তিনি। ভারতের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করে বারবার বিতর্কে আসেন কঙ্গনা। এবার বাংলার নির্বাচন নিয়ে এই মন্তব্য করলেন তিনি। এর আগে তিনি মুম্বাইকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেন।
ইকবালের সিনেমার নায়িকা বুবলী পূর্ববর্তী

ইকবালের সিনেমার নায়িকা বুবলী

কুকুর চুরির অপরাধে পাঁচজন গ্রেপ্তার পরবর্তী

কুকুর চুরির অপরাধে পাঁচজন গ্রেপ্তার

কমেন্ট