ভারতে আবারও দৈনিক করোনা সংক্রমণের রেকর্ড

ভারতে আবারও দৈনিক করোনা সংক্রমণের রেকর্ড

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ডসংখ্যক তিন লাখ ৫২ হাজার ৯৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের কোনো দেশে এক দিনে এত মানুষের করোনা শনাক্ত হয়নি। গত পাঁচ দিন ধরে ভারতে করোনা সংক্রমণের রেকর্ড হয়ে চলেছে। এ ছাড়া করোনায় মৃত্যুতেও আগের সব রেকর্ড ছাপিয়ে গত একদিনে ভারতে দুই হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হার গোটা মহামারির মধ্যে সর্বোচ্চ। যত লোকের করোনা পরীক্ষা হয়েছে তাঁদের প্রতি চারজনের একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। সাড়ে তিন লাখ নতুন আক্রান্তের জেরে দেশে মোট আক্রান্ত হলেন এক কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন। এই সংখ্যক আক্রান্ত নিয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশের মোট মৃত্যুও এক লাখ ৯৫ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ২৫ দশমিক ১৭ শতাংশ। অর্থাৎ যে সংখ্যক মানুষের পরীক্ষা হয়েছে, তাঁদের মধ্যে প্রতি চার জনে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
ভারতের দুঃসময়ে ৮০ মেট্রিক টন অক্সিজেন পাঠাল সৌদি পূর্ববর্তী

ভারতের দুঃসময়ে ৮০ মেট্রিক টন অক্সিজেন পাঠাল সৌদি

ভারতে মদের নেশায় হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ৭ জনের মৃত্যু পরবর্তী

ভারতে মদের নেশায় হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ৭ জনের মৃত্যু

কমেন্ট