ভারতে করোনায় এক দিনে মৃত্যুর রেকর্ড

ভারতে করোনায় এক দিনে মৃত্যুর রেকর্ড

মহামারি করোনাভাইরাসে প্রতিবেশী দেশ ভারতে এক দিনে তিন হাজার ৬৮৯ জনের মৃত্যু হয়েছে। তবে, সর্বাধিক মৃত্যুর দিনে করোনার সংক্রমণ কিছুটা কমেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। রোববার সকালে জানা গেছে, গতকাল শনিবার ভারতজুড়ে তিন লাখ ৯২ হাজারের বেশি মানুষের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৫ লাখ পার হল। এদিকে, দেশে করোনার ব্যাপক সংক্রমণ মোকাবিলায় করণীয় নির্ধারণে আজ রোববার সকালে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মাসে এক ভাষণে নরেন্দ্র মোদি বলেছিলেন, ভারতে ঘূর্ণিঝড়ের মতো করে আঘাত হেনেছে কোভি৯-১৯-এর দ্বিতীয় ঢেউ। তবে যথাসময়ে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে ভারত সরকারের বিরুদ্ধে। বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই বিজ্ঞানীরা করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করলেও তা আমলে নেয়নি ভারত সরকার।
আবারও সক্রিয় আইএস, আতঙ্কে ইরাক পূর্ববর্তী

আবারও সক্রিয় আইএস, আতঙ্কে ইরাক

করোনায় বিপর্যস্ত বিশ্ব, ভিন্ন চিত্র সিঙ্গাপুরে পরবর্তী

করোনায় বিপর্যস্ত বিশ্ব, ভিন্ন চিত্র সিঙ্গাপুরে

কমেন্ট