মোদির গুজরাটেই ভারতের প্রথম ‘স্মার্ট সিটি’

মোদির গুজরাটেই ভারতের প্রথম ‘স্মার্ট সিটি’

Engineers walk past cooling system plant under construction inside Gujarat International Finance Tec-City at Gandhinagar, in state of Gujaratভারতের নগরাঞ্চলে বিস্ফোরিত জনসংখ্যার আবাসন নিশ্চিত এবং ভারতজুড়ে জনবহুল শহরগুলোতে অর্ধশতাধিক ‘স্মার্ট সিটি’ তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের প্রথম ‘স্মার্ট সিটি’ নির্মিত হচ্ছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মস্থান গুজরাটের সবরমতি নদীর ধূলিধূসর তীর এলাকায়।

পরিকল্পনা অনুযায়ী- এসব ‘স্মার্ট সিটি’তে আলোকোজ্জ্বল বহুতল ভবন, পানীয় জলের কল, স্বয়ংক্রিয় বর্জ্য পরিশোধন কল এবং সর্বক্ষণ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা থাকবে। অর্থাৎ এই ‘স্মার্ট সিটি’ এমন হবে, যা অধিকাংশ ভারতীয় নাগরিকের কাছেই বিলাসবহুল।

২০৫০ সাল নাগাদ ভারতের নগরাঞ্চলের জনসংখ্যা চারশ’ থেকে ৮১৪ কোটিতে দাঁড়াবে। ফলে এরই মধ্যে নগরাঞ্চলে জনসংখ্যা বিস্ফোরণ ঘটতে শুরু করেছে বিশ্বের অন্যতম জনবহুল দেশটিতে।

প্রধানমন্ত্রী নরেদ্র মোদি গত বছরের মে মাসে নির্বাচনে জয়ী হয়ে ভারতের ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারণায় নগরাঞ্চলে মানুষের স্থান সংকুলানের জন্য ২০২২ সালের মধ্যে একশ’টি কথিত ‘স্মার্ট সিটি’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।

মুসলমানদের জন্মনিয়ন্ত্রণের পরামর্শ শিবসেনার পূর্ববর্তী

মুসলমানদের জন্মনিয়ন্ত্রণের পরামর্শ শিবসেনার

ভূমধ্যসাগরে নৌকা ডুবি  ৪০০ জনের প্রাণহানি পরবর্তী

ভূমধ্যসাগরে নৌকা ডুবি ৪০০ জনের প্রাণহানি

কমেন্ট