চলন্তিকা বস্তিতে আগুনে দগ্ধ নারীর মৃত্যু

চলন্তিকা বস্তিতে আগুনে দগ্ধ নারীর মৃত্যু

রাজধানী মিরপুরের চলন্তিকা বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনায় দগ্ধ এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। শনিবার ভোর রাতে ঢাকা মেডিলেক কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই নারী। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া ওই নারীর নাম পারভীন আক্তার (৩৫)। শুক্রবার ভোররাতে চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।
বরগুনায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩ পূর্ববর্তী

বরগুনায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন পরবর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন

কমেন্ট