তীব্র দাবদাহের পরে পিরোজপুরে স্বস্তির বৃষ্টি
একটানা কয়েক দিনের তীব্র দাবদাহের পরে অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে পিরোজপুরে। সোমবার (১২ মে) বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে এ বৃষ্টি শুরু হয়। এর আগে একই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে পিরোজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল থেকে সূর্যের তীব্র তাপ থাকলেও বিকেল ৪টার দিকে আকাশে জমে ওঠে কালো মেঘ।
বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পূর্ব-দক্ষিণ দিক থেকে শুরু হয় দমকা হাওয়া ও বজ্রপাত। এরপর সাড়ে ৪টা ৪৫ মিনিটের দিকে শুরু হয় মাঝারি ধরনের বৃষ্টি। হঠাৎ বৃষ্টিসহ বাতাস বেড়ে যায়। কিছুক্ষণ পরে বৃষ্টি ও বাতাস কিছুটা কমে যায়।
এ সংবাদ লেখা পর্যন্ত হালকা বাতাসের সঙ্গে মেঘের গর্জনসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে। কয়েক দিনের লাগাতার দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছিল। এ বৃষ্টিতে তাপমাত্রার তীব্রতা কমেছে এবং জনমনে এনেছে স্বস্তি।
এদিকে জেলার অন্য উপজেলাতেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাত হলেও কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভ্যাপসা গরমের পর এ বৃষ্টি জনজীবনে প্রশান্তির পরশ ভুলিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ছবি ও ভিডিও পোস্ট করে প্রকাশ করেছেন স্বস্তির অনুভূতির কথা।
কমেন্ট