নটরডেম কলেজের ভবনে থেকে পড়ে ছাত্রের মৃত্যু

নটরডেম কলেজের ভবনে থেকে পড়ে ছাত্রের মৃত্যু

রাজধানীর মতিঝিল নটরডেম কলেজের ভবনে থেকে পড়ে ধ্রুব ব্রত  দাস (১৮) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে কলেজ ভবনের ভেতরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ধ্রুব ব্রত  দাস এইচএসসি পরীক্ষার্থী ছিল। তিনি কলেজ থেকে প্রবেশপত্র আনতে গিয়েছিলেন।


 
নিহতের বাবা বানি ব্রত দাস বলেন, আমি কলেজের বাইরে সন্তানের জন্য অপেক্ষায় ছিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে। তখন দেখি, বেশ কিছু সংখ্যক ছেলে আমার ছেলেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে বিকাল সোয়া চারটায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।


 
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের বানি ব্রত দাসের ছেলে ধ্রুব ব্রত দাস। দুই ছেলের মধ্যে তিনি ছিলেন বড়।


বর্তমানে গোপীবাগ এলাকায় পরিবারের সাথে থাকতো। 
কিভাবে ধ্রুব ওপর থেকে পড়ে গেছে, সে বিষয়ে কিছুই জানতে পারেননি তার বাবা। 

নটরডেম কলেজের শিক্ষার্থী নাফিজ মাদাদ রহমান বলেন, আমরা হঠাৎ একটি শব্দ পাই। বাহিরে গিয়ে দেখি ধ্রুব রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে।  পরে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি।

তাদের ধারণা হয়তো ভবনের বারান্দা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গেছে।

তীব্র দাবদাহের পরে পিরোজপুরে স্বস্তির বৃষ্টি পরবর্তী

তীব্র দাবদাহের পরে পিরোজপুরে স্বস্তির বৃষ্টি

কমেন্ট