গোয়ালন্দে কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

গোয়ালন্দে কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের এক কিশোরী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সোমবার দুপুরে এ বাল্যবিবাহ বন্ধ হয়েছে। একইসঙ্গে জরিমানা করা হয় ওই কিশোরীর বাবাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার দেবগ্রাম ইউনিয়নে এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে সেখানে উপস্থিত হন ইউএনও নাহিদুর রহমান ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। এ সময় তারা কিশোরীর অভিভাবকদের বাল্যবিয়ের কুফল ও আইনগত শাস্তির বিষয়ে জানান। পরে অভিভাবকরা বিয়ে বন্ধের সিদ্ধান্ত নেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিশোরীর বাবাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।


ইউএনও নাহিদুর রহমান বলেন, ‘বাল্যবিয়ে আমাদের সমাজের জন্য একটি বড় অভিশাপ। গোয়ালন্দকে  বাল্যবিবাহ মুক্ত করার মাধ্যমে প্রতিটি কন্যা শিশুর সুরক্ষা ও ভবিষ্যত সুরক্ষিত করতে আমরা সদা প্রস্তুত রয়েছি।’

 

নটরডেম কলেজের ভবনে থেকে পড়ে ছাত্রের মৃত্যু পরবর্তী

নটরডেম কলেজের ভবনে থেকে পড়ে ছাত্রের মৃত্যু

কমেন্ট