নালিতাবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৮

নালিতাবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৮

শেরপুরে নালিতাবাড়ী সীমান্ত থেকে অবৈধ পথে অনুপ্রবেশের দায়ে ৩ দিনের ব্যবধানে ৮ জনকে আটক করেছে বিজিবি। তারা সবাই বাংলাদেশি নাগরিক।

গত রবিবার (১১ মে) ও মঙ্গলবার (১৩ মে) নালিতাবাড়ী উপজেলার সমশ্চুরা ও বুরুংগা সীমান্ত থেকে পৃথকভাবে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

 
আটকরা হলো- নাটোর জেলার সিংড়া উপজেলার সিংড়াপাড়া গ্রামের তৈবুর আলীর ছেলে জিয়ারুল রহমান (৪৮), তার ছেলে আফ্রিদি (২০), উজ্জল মিয়ার ছেলে আব্দুল সরদার (২০), আজাহার উদ্দিনের ছেলে বস্তিয়ার আলম (২৩), আব্দুল লতিফ উদ্দিন সরদারের ছেলে মুকুল সরদার (৩০), চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের কোদালকাটি এলাকার আবুল হোসেনের ছেলে আয়াতুল্লাহ (৪৫), চর আলাতলী এলাকার কালুর ছেলে দুলাল উদ্দিন (৩১) ও আব্দুল বাছিরের ছেলে শাহাবুল (২১)।


পুলিশ জানায়, গত রবিবার (১১ মে) সকালে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া এলাকা দিয়ে অবৈধ পথে ভারত থেকে নাটোরের সিংড়া উপজেলার সিংড়াপাড়া গ্রামের ওই ৫ বাংলাদেশি মধুটিলা ইকোপার্ক এলাকায় আসেন। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে বিজিবি ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেন। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় রূপি, মোবাইলফোন ছাড়াও ভারতীয় পরিচয়পত্র (আধার কার্ড) জব্দ করা হয়।

 
অপরদিকে, গত মঙ্গলবার (১৩ মে) রাতে বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকা দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে চাপাইনবাবগঞ্জ সদরের আরো ৩ বাংলাদেশি। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে পরেরদিন ভারতীয় রূপি ও মোবাইল ফোনসহ পুলিশে হস্তান্তর করেন। তারা প্রত্যেকেই অবৈধ পথে ভারতে গিয়ে অবস্থান করে শ্রমিকের কাজ করতেন। পাক-ভারত উত্তেজনার পর ভারতের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নালিতাবাড়ীর পৃথক সীমান্তপথে দেশে ফিরে আসে।


বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, গত রবিবার (১১ মে) আটকদের পরের দিন সোমবার (১২ মে) এবং মঙ্গলবার (১৩ মে) আটকদের পরের দিন বুধবার (১৪ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

হিলি ঘাসুড়িয়া সীমান্তে ধান ক্ষেতে থেকে সচল ড্রোন ক্যামেরা উদ্ধার পরবর্তী

হিলি ঘাসুড়িয়া সীমান্তে ধান ক্ষেতে থেকে সচল ড্রোন ক্যামেরা উদ্ধার

কমেন্ট